বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রুল জারি করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম এনামুল হক এ বিষয়ে রিট আবেদন দায়ের করেছিলেন। রুলের শুনানি হবে আগামী ২৪ মার্চ। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের বিবাদী করা হয়েছে। এ ছাড়া এক সপ্তাহের মধ্যে বিটিআরসির চেয়ারম্যান ও মোবাইল অপারেটরদেরকে রুলের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন হলে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং জননিরাপত্তাও নিশ্চিত হবে এমন দাবি করা হলেও অনেকেই মনে করছেন, এতে মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঘাটতি হবে।