বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমান অর্থ হ্যাকিং না হাইজ্যাকিং হয়েছে ভেবে দেখা দরকার- দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

0
0

Gopalganj Dudok Cairman Photo-01 (14.03.2016)

বাংলাদেশ ব্যাংকের বিপুল পরিমান অর্থ খোয়া যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে দুদকের নব-নিযুক্ত চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এটা হ্যাকিং না হাইজ্যাকিং হয়েছে ভেবে দেখা দরকার। তা না হলে আমাদের সব টাকা চলে যাবে। এখনি ব্যবস্থা নেওয়া দারকার। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক ও র‌্যাব তদন্ত শুরু করেছে।

আজ সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দূর্নীতির কারনে আমাদের জিডিপির শতকরা ২ ভাগ চলে যায়। জিডিপি আরো বৃদ্ধি পেত দূর্নীতি না হলে। দুর্নীতি কমিয়ে আনতে পারলে জিডিপি সাড়ে ৬ থেকে বেড়ে ১০ হত।

চেয়ারম্যান আরো বলেন, দূর্নীতি হয়ে গেলে আসলে কোন লাভ নেই। আমরা মামলা করতে পারব কিন্তু দূর্নীতি যাতে না হয় সে বিষয়টিতে জোর দিতে হবে। এখানে আমরা কেউ চাকরী করতে আসিনি, দুর্নীতির মূল উৎপাটন করাই আমার প্রথম কাজ হবে।

তিনি আরো বলেন, আজই দায়িত্ব গ্রহণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গীপাড়া এসেছি। আগামীকাল থেকে আমরা কাজ শুরু করতে চাই। এর আগে দুদক চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় পৌছে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় দুদকের নব-নিযুক্ত কমিশনার এএফএম আমিনুল ইসলাম, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিযাকত আলী লেকু, টুঙ্গীপাড়া দুর্নীতি দমন প্রতিরোধ কমটির সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক সৈয়দ বদরুল আলমসহ গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here