বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দুই জন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এরা হলেন- ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ এবং বাংলাদেশ ইনিস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর গবেষণা পরিচালক ড. রুশিদান ইসলাম রহমান। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রবিবার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
উভয় পরিচালককেই তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১২৭ নং অর্ডার)-এর ৯(৩)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।
জানা যায়, গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য ড. সাদিক আহমেদ, ড. মুস্তফা কে মুজেরী, অধ্যাপক সনত্ কুমার সাহা ও অধ্যাপক হান্নানা বেগমের মেয়াদ শেষ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই আরো দুজন পরিচালক নিয়োগ দেয়া হবে।