নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী

0
0
01জামায়াত নেতা মীর কাসেমের মামলার রায় নিয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে মন্তব্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার কামরুল ইসলামের আইনজীবী আবদুল বাসেত মজুমদার এ তথ্য জানান।
এছাড়া আদালত অবমাননার অভিযোগে হাজির হতে মঙ্গলবার সময়ে চেয়ে আবেদন করবেন সরকারের এই মন্ত্রী।এদিন আপিল বিভাগে এ অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে সকালে আবদুল বাসেত মজুমদার জানিয়েছিলেন, অভিযুক্ত দুই মন্ত্রী  কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের পক্ষে আদালত অবমাননার অভিযোগের  জন্য সংশ্লিষ্ট শাখায় জবাব দাখিল করবেন।

লিখিতভাবে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আদালতের কাছে ক্ষমা চাইতে পারেন বলেও জানিয়ে ছিলেন এই আইনজীবী।।

গত ৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করেন সরকারের এ দুই মন্ত্রী।

উচ্চ আদালত নিয়ে মন্তব্য করায় আগামীকাল ১৫ মার্চ সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here