দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও অর্থনৈতিক মুক্তি আসেনি : রাষ্ট্রপতি

0
0

101রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আমাদের উন্নয়ন ও গণতন্ত্রের পথ রুদ্ধ হয়। বন্ধ হয় মানুষের বাক, মতামত ও চিন্তার স্বাধীনতা। নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে একটি তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সুখী সমৃদ্ধ দেশ গঠনে ‘রূপকল্প ২০২১ ঘোষণা করেছেন। এ রূপকল্প বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালাতে হবে।তিনি বলেন, আগামী ২০৫০ বা ২১০০ সালে বাংলাদেশের উন্নয়ন কেমন হওয়া উচিত বা অবস্থান কোন স্তরে  পৌঁছাবে তা বিবেচনায় রেখেই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টিকেও যথাযথভাবে গুরুত্ব দিতে হবে। বিশ্বায়নের এ যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে আচার্য আবদুল হামিদ বলেন,  সেবা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে এ সনদের মান সমুজ্জ্বল রাখতে হবে। তোমাদের এ অর্জনে দেশের মানুষের অনেক অবদান রয়েছে। নিজেদের মেধা, মনন ও কর্মের মাধ্যমে তা পরিশোধ করবে। কর্মক্ষেত্রে পৃথিবীর যে প্রান্তেই থাকনা কেন, মাতৃভূমি এবং দেশের জনগণের কথা কখনো ভুলবে না। সম্প্রতি চুয়েটে সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এবং  মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতে বিশ্বজুড়ে পানি সম্পদ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি,  রোবটিক্স, ন্যানোটেকনোলজিসহ নতুন নতুন গবেষণায় এ বিভাগ দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।ভবিষ্যত চিন্তা মাথায় রেখে প্রকৌশলীদের পরিকল্পনা প্রণয়ন করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তিনি বলেন, প্রকৌশলীগণ উন্নয়নের কারিগর। তাদের  মেধা, মনন ও সৃজনশীল চিন্তা থেকে বেরিয়ে আসে  টেকসই উন্নয়নের রূপরেখা। তাই প্রকৌশলীদের চিন্তা ও চেতনায় থাকবে দূরদৃষ্টির সুস্পষ্ট প্রতিফলন।আগামী ২০৫০ সালে বা ২১০০ সালে বাংলাদেশের উন্নয়ন কেমন হওয়া উচিত বা বাংলাদেশের অবস্থান কোন স্তরে  পৌঁছাবে তা বিবেচনায় রেখেই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে।প্রকৌশলীদের জলবায়ু পরিবর্তনের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বানও জানান তিনি।সমাবর্তনে যোগ দিতে দুপুরে  হেলিকপ্টারে করে চুয়েট ক্যাম্পাসে  পৌঁছান রাষ্ট্রপতি।

পরিকল্পিত উপায়ে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময়  দেশ। এদেশের রয়েছে বিপুল মানব সম্পদ, উর্বর কৃষিভূমি এবং সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ। জনবহুল এ দেশকে সমৃদ্ধশালী করতে হলে প্রয়োজন পরিকল্পিত উপায়ে বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার।বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের জ্ঞান ও দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমি আশা করি, আজকের নবীন প্রকৌশলীরা বিষয়টি গুরুত্বের সাথে উপলব্ধি করবে এবং তাদের সৃজনশীল চিন্তা ও লব্ধ জ্ঞানকে এ লক্ষ্যে কাজে লাগাবে।

গবেষণাসহ সার্বিক শিক্ষা কার্যক্রমে অর্থায়নের বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ।ইবীন গ্রাজুয়েটদের দেশের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন,  তোমাদের এ অর্জনে দেশের মানুষের অনেক অবদান রয়েছে। তোমরা তোমাদের  সেবা, সততা, নিষ্ঠা ও দেশপ্রেম দিয়ে এ সনদের মান সমুজ্জ্বল রাখবে। কর্মক্ষেত্রে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকনা কেন; মাতৃভূমি এবং এ  দেশের জনগণের কথা কখনও ভুলবে না। অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করবে না। তোমাদেরকে এ পর্যায়ে আসতে দেশবাসী যে সহায়তা করেছে তোমরা তোমাদের মেধা, মনন ও কর্মের মাধ্যমে তা পরিশোধ করবে।প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জাতি গঠনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যেখানে মেধা বিকাশের সব পথ উন্মুক্ত থাকে। কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং দেশ-বিদেশের সর্বশেষ তথ্য সমৃদ্ধ শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে যাতে শিক্ষার্থীরা সম্পৃক্ত হতে পারে তার দ্বার উন্মোচন করবে বিশ্ববিদ্যালয়।প্রকৌশল শিক্ষা যদিও হাতে-কলমে শিক্ষা, তা সত্ত্বেও এতে সৃজনশীলতার প্রচুর সুযোগ রয়েছে। প্রকৌশলীদের জ্ঞানের ভিত্তি সুদৃঢ় করতে যুগোপযোগী পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের ব্যবস্থা থাকতে হবে।শিক্ষকদের স্নেহপ্রবণ হওয়ার প্রতিও জোর দেন আবদুল হামিদ। সমাবর্তন বক্তা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর  রেজা  চৌধুরী বলেন, বাংলাদেশ বন্যা, ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের লক্ষ্যে অতিদ্রুত এ ধরণের মহাপরিকল্পনা প্রণয়ন করা জরুরি। চুয়েট এর গুরুত্ব উপলব্ধি করে ভূমিকম্প গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এ মহাপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে চুয়েটের শিক্ষার্থী, প্রকৌশলী ও স্থপতিরা উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তনে এক হাজার ৬০৩ শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে তিন জনকে পিএইচডি ডিগ্রি  দেওয়া হয়। এছাড়া শিক্ষা জীবনে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তিনজনকে স্বর্ণপদক  দেওয়া হয়।অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর  রেজা চৌধুরী।অন্যদের মধ্যে বক্তব্য  দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)  চেয়ারম্যান আব্দুল মান্নান, চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য  মোহাম্মদ রফিকুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here