ঢাকায় পৌঁছেছেন ভুটানের রাণী মাতা

0
0

ভুটানের রাণী মাতা তেসেরিং পেং ওয়াংচুক
পাঁচদিনের সফরে আজ সকালে ঢাকায় এসে পোঁছেছেন ভুটানের রাণী মাতা তেসেরিং পেং ওয়াংচুক। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাণী মাতার সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে আরো আছেন ওয়াইডিএফ’র সহসভাপতি রাজকন্যা চিমি ইয়াংজোম ওয়াংচুক। সকালে রাণী মাতাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলেট) মিজানুর রহমান সফরসঙ্গীসহ তাকে স্বাগত জানান।

রাণী মাতা ভুটানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফান্ড (ওয়াইডিএফ)’র সভাপতি। এ সংগঠনটি থেকে ভুটানের বিভিন্ন যুব উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা ও অনুসাঙ্গিক উপকরণ সরবরাহ করা হয়। সফরকালে রাণী মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরে শ্রদ্ধা নিবেদন করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিরার সঙ্গে এক সৌজন্য স্বাক্ষাত করবেন। এছাড়া, তিনি ব্রাকের একটি আঞ্চলিক কার্যালয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়ার পার্কের টেক্সটাইল, গার্মেন্টস্ ও সিরামিক কারখানা এবং জাতীয় যাদুঘর পরিদর্শন করবেন। পাঁচদিনের সফর শেষে আগামী ১৮ মার্চ রাণী মাতা ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here