গভর্নরকে তলব; ব্যাপক পরিবর্তন আসছে বাংলাদেশ ব্যাংকে

0
29

101বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট  থেকে ৮০০ কোটি টাকা লোপাট হয়ে যাওয়ার পর গণমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশের গণমাধ্যমেও অর্থ  লোপাটের বিষয়টি  বেশ গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। ফিলিপাইনের সিনেট কমিটিতেও এ বিষয়ে মঙ্গলবার আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারও টাকা লোপাটের বিষয়টিকে  বেশ গুরুত্বের সঙ্গে  দেখছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,  এটা সিরিয়াস ব্যাপার। আই  টেক ইট ভেরি সিরিয়াসলি।

এ বিষয়ে বিবৃতি দিবেন কি না জানতে চাইলে মুহিত জানান, তিনি গভর্নর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন।বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে  কোনো ব্যবস্থা  নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন,ডেফিনেটলি  দেয়ার উড বি  চেইঞ্জেস।এদিকে  সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী রিজার্ভ  লোপাটের বিষয়ে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।  বৈঠক সুত্রে এ তথ্য জানা  গেছে।বৈঠকের পর এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী উপস্থিত সংবাদ কর্মিদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। গভর্নর ফিরে আসলে এ বিষয়ে কথা বলব ৷  সেটা আজও হতে পারে, কালও হতে পারে।ঘটনার দু’মাসেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রণালয় কিংবা ব্যাংকের পরিচালনা পর্ষদকেও অবহিত করেনি ৷ এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মুহিত  রোববার জানিয়েছিলেন,   কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি বিবৃতি দেবেন বলেও জানিয়েছিলেন মুহিত।ফিলিপাইনের ইংরেজি দৈনিক দ্য ইনকোয়ারারে গত ২৯  ফেব্র“য়ারি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট  থেকে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে  নেয়া হয়েছে। সুইফট কোর্ড ব্যবহার করেই এ  লোপাট হয়েছে বলেও ওই দৈনিকে বলা হয়। লোপাট হওয়া অর্থের ৮১ মিলিয়ন ডলার সরিয়ে যাওয়া হয়েছে ফিলিপাইনের মাকাতি সিটির জুপিটার স্ট্রিটের রিজাল ব্যাংকের কয়েকটি অ্যাকাউন্টে। বাকি ২০ মিলিয়ন পাঠানো হয় শ্রীলংকার একটি ব্যাংকে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় ব্যাংক কর্মকর্তারা ওই অর্থ আটকে দেয়। পরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তা পাঠিয়ে দেয়। গত শনিবার ফিলিপাইন সরকার ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট  থেকে ৬৮ হাজার ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত পাঠায়।যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় ব্যাংকিং খাতে পরিবর্তন আসছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তিনি এখন গভর্নর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন।ফিলিপিন্সের  ডেইলি ইনকোয়ারারে ২৯ ফেব্র“য়ারি  প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার লোপাটের খবর এলে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

তদন্তে জানা যায়, গত ৪  ফেব্র“য়ারি সুইফট  মেসেজিং সিস্টেমে হ্যাংকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ ফিলিপিন্সের একটি ব্যাংকে সরিয়ে  ফেলা হয়। শ্রীলঙ্কার একটি ব্যাংকে আরও ২০ মিলিয়ন ডলার সরানো হলেও বানান ভুলের কারণে সন্দেহ হওয়ায়  শেষ মুহূর্তে তা আটকে যায়। বাংলাদেশের  কেন্দ্রীয় ব্যাংক শুরুতেই বিষয়টি  টের পেলেও কর্মকর্তারা তা  গোপন করে যাওয়ায় অর্থমন্ত্রী মুহিতকে এক মাস পর তা পত্রিকা পড়ে জানতে হয়। অর্থ  লোপাটের বিষয়টি  চেপে গিয়ে  কেন্দ্রীয় ব্যাংক যেভাবে তা সামাল দেওয়ার চেষ্টা করেছে তাকে অযোগ্যতা আখ্যায়িত করে ক্ষুব্ধ মুহিত রোববার বলেন, এই স্পর্ধার’ জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ বিষয়ে একটি বিবৃতি  দেবেন বলেও জানিয়েছিলেন মুহিত। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী অর্থ লোপাটের ঘটনায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জানিয়ে  বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী বলেন, আলাপের সময় অর্থমন্ত্রীকে বেশ ক্ষুব্ধ  দেখাচ্ছিল।

প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি-না জানতে চাইলে মুহিত নিজের মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন,আই অ্যাম ওয়েটিং ফর আতিউর। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলেছিলাম, আলোচনা আমার হয়েছে।এখন বিবৃতি দেবেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আর কিছু স্টেটমেন্ট নাই। গভর্নর ফিরে আসলে আই উইল…  স্টেটমেন্ট। সেটা আজও হতে পারে, কালও হতে পারে। কারণ সে কখন আসবে-তার কোনো ঠিক নাই।পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,  যে মুহূর্তে প্রধানমন্ত্রী বিরাট বিরাট প্রকল্প করছেন, রিজার্ভ  রেকর্ড পরিমাণ, জিডিপি ৭ শতাংশ হবে বলে মনে করছি…  সেই  মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের এই ঘটনা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।এটা আমরা কল্পনা করি নাই, আমরা চিন্তা করি নাই, এ ব্যাপারে অবশ্যই বাস্তব পদক্ষেপ গ্রহণ করব। ব্যাপারটা ইতোমধ্যে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী- আমরা সকলেই গুরুত্ব সহকারে নিয়েছি।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট  থেকে ৮০০ কোটি টাকা লোপাটের বিষয়ে  মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী।এদিন সকাল ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।এর আগে মন্ত্রী অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,  এটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি সিরিয়াসলি।এ বিষয়ে বিবৃতি দিবেন কি না জানতে চাইলে মুহিত জানান, তিনি গভর্নর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন।বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা  নেয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন,  ডেফিনেটলি দেয়ার উড বি চেইঞ্জেস।’বৈঠকের পর এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী উপস্থিত সংবাদ কর্মিদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। গভর্নর ফিরে আসলে এ বিষয়ে কথা বলব ৷  সেটা আজও হতে পারে, কালও হতে পারে।ঘটনার দু’মাসেও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অর্থমন্ত্রী, অর্থমন্ত্রণালয় কিংবা ব্যাংকের পরিচালনা পর্ষদকেও অবহিত করেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মুহিত রোববার জানিয়েছিলেন,   কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের  ফেডারেল রিজাল ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ  থেকে ৮০০ কোটি টাকা  লোপাটের ঘটনা ফিলিপাইনের ইংরেজি দৈনিক ইনকোয়েরারে গত ২৯  ফেব্র“য়ারি প্রকাশের পর ঝড় বয়ে যায় বিশ্ব মিডিয়ায়। ৪  ফেব্র“য়ারি চুরি হয়েছে বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। তবে তদন্ত দলের বরাত দিয়ে কেউ  কেউ বলছেন এ চুরি হয়েছে ২৪ জানুয়ারি।এমন একটি ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখনো  দেশের বাইরে অবস্থান করছিলেন, সোমবার বিকালে তিনি দেশে ফিরেছেন  তবে এ ব্যাপাওে গণমাধ্যমের সঙ্গে তিনি কোন কথা বলেননি।  এ নিয়েও উঠেছে ব্যাপক সমালোচনা। তিনি দেশে ফিরে পদত্যাগ করতে পারেন বলা হচ্ছে এমনটাও।  শোনা যাচ্ছে, বিদেশ সফর  থেকে বিকেলে  দেশে ফিরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র দিতে পারেন।  কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সূত্র থেকে এমন ইঙ্গিত পাওয়া য়ায় ।ঘটনায় আজকের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জালিয়াতির ঘটনা বিশ্ব মিডিয়া ও স্থানীয় মিডিয়ায় প্রকাশের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা স্বীকার করে  কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুরি যাওয়া কিছু ফেরৎ আনা হয়েছে। চুরি যাওয়া অর্থের পরিমাণ প্রায় ১০১ মিলিয়ন ডলার। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার পাঠানো হয়েছে ফিলিপাইনের মাকাতি সিটির জুপিটার স্ট্রিটের রিজাল ব্যাংকের কয়েকটি অ্যাকাউন্টে। বাকি ২০ মিলিয়ন পাঠানো হয় শ্রীলংকার একটি ব্যাংকে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় ব্যাংক কর্মকর্তারা ওই অর্থ আটকে দেয়। পরে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তা পাঠিয়ে দেয়। গত শনিবার ফিলিপাইন সরকার ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬৮ হাজার ডলার বাংলাদেশ ব্যাংককে ফেরত পাঠায়।ব্যাংক জালিয়াতির ইতিহাসে বড় এ ঘটনা  গোপন রাখার পাশাপাশি  কেন্দ্রীয় ব্যাংক গভর্নর সেমিনারে যোগ দিতে চলে যান বিদেশে। জালিয়াতির  দেড় মাসেও তা জানানো হয়নি অর্থমন্ত্রী ও মন্ত্রণালয়কে। কেন্দ্রীয় ব্যাংক ও এ ব্যাংকের প্রধান হিসেবে গভর্নরের নির্লিপ্ত এ আচরণ ক্ষিপ্ত করে অর্থমন্ত্রী তথা সরকারের নীতি-নির্ধারকদের। ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে রিজার্ভ অর্থ  লোপাটের এ ঘটনায়  কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানয়েছেন  ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল-আলম লেনিন। ফেসবুকে  দেয়া স্টাটাসে  লেনিন বলেছেন, ড. আতিউর ‘ইউনূসের চ্যালা। স্টাটাসে অবিলম্বে কেন্দ্রীয় ব্যাংক  গভর্নরের পদত্যাগ চেয়েছেন ক্ষমতাসীন  দলের এ শীর্ষ এ  নেতা।  পুরো ঘটনার তদন্ত করে ড. আতিউরকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।গণমাধ্যমে চুরির এ ঘটনা প্রকাশের পর প্রধান বিরোধী দল বিএনপি পক্ষ  থেকেও একই দাবি করা হয়েছে। তথ্য  গোপন ও চুরিতে সংশি¬ষ্টদের বিচারের মুখোমুখি করার দাবি করেছেন বিএনপি  নেতারা। এসব ইঙ্গিতে  বেশ স্পষ্ট হচ্ছে ড. আতিউর রহমানকে এবার পদত্যাগ করতে হচ্ছে। তবে এখনো কোনো নিশ্চিত তথ্য না পাওয়ায়  সেটা সুনিশ্চিত বলা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here