বংশাল থানার এএসআই শামীম ৫ দিনের রিমান্ডে

0
0

বংশাল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম রেজাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিল চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক ক্যাবল টিভি কর্মীকে গুলির ঘটনায় রাজধানীর বংশাল থানার এএসআই শামীম রেজার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রণব কুমার হুই এ আদেশ দেন।এর আগে গুলির ঘটনায় এএসআই শামীম রেজাকে সাময়িক বরখাস্ত করা হয়। শনিবার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এএসআই শামীমের রিমান্ড চাইলে বিচারক কনক কুমার হুই পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে শুক্রবার বিকেলে খিলগাঁও থানায় শামীম রেজার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন ব্যবসায়ী আল-আমিন। মামলা নম্বর ১৭।

শুক্রবার সকালে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা থেকে আল আমিন (১৮) নামে এক ডিশ অপারেটর কর্মী (কালেক্টর ম্যান) গুলি করেন এএসআই শামীম। সে জন্য তাকে সাময়িক বরখাস্তও করা হয়।প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টার দিকে খিলগাঁওয়ের নন্দিপাড়ার পাঁচ নম্বর সড়কের মসজিদের পাশের একটি বাসায় ক্যাবল টিভি কর্মীর আল আমিনকে (২২) গুলি করেন শামীম।পরে পিঠে গুলিবিদ্ধ অবস্থায় আল আমিনকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।আল আমিনের দুলাভাই শহীদুল ইসলাম জানান, এএসআই শামীম বিগত চার-পাঁচ মাস ধরে ডিশের (ক্যাবল টিভি) বিল দিচ্ছেন না। শুক্রবার তার কাছে বকেয়া বিল চাইতে যায় আল আমিন। তিনি বিল দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আল আমিনকে গুলি করেন।খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বকেয়া বিল পরিশোধ নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ডিশ ব্যবসায়ীকে গুলির ঘটনায় বংশাল থানার এএসআই শামীম রেজাকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ডিএমপি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here