তানোরে ১১হাজার ভোল্টের বিদ্যুতে কয়লা হলো শ্রমিক

0
0

Saju Tanore 12-03-2016 bidduter tare sromik mittu photo-2

তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোর উপজেলায় ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে কয়লা হয়ে গেছে এক শ্রমিক। এ ঘটনায় খড় বোঝাই ট্রাকও আগুনে পুড়ে গেছে। নিহত শ্রমিকের নাম কানু (২৭)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাত মা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ট্রাকের শ্রমিক ছিলেন। শনিবার বিকেল ৪ টায় তানোর উপজেলার সাতপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এছাড়াও ওই ঘটনায় কানুকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আল আমিন (২৪) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খড়বোঝাই চলন্ত ট্রাাকের উপরে ছিলেন কানু। খড়ে সঙ্গে বেধে যাওয়া ডিসের তার ছুটাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, তানোরের মুন্ডুমালা থেকে খড়বোঝাই করে ট্রাকটি গোদাগাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। কানু, আল আমিনসহ তারা কয়েকজন খড়বোঝাই ট্রাকের ছাদেই ছিলেন। পথে সাতপুকুর এলাকায় পৌঁছালে ট্রাকের খড়ের সঙ্গে ডিসের তার বাধে যায়। এসময় কানু ডিসের তারটি ছুটানোর চেষ্টা করার সময় ১১ হাজার ভোল্ট বহন করা বিদ্যুৎ তারের সংস্পর্শে আটকে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানুর সমস্ত শরীরে আগুন ধরে যায়। সেই সঙ্গে ট্রাকে থাকা খড়েও আগুন লাগে পুড়ে যায়। নিহত কানুকে বাঁচাতে তার ছোট ভাই আল আমিন এগিয়ে আসলে সেও বিদ্যুৃস্পৃষ্ট হয়ে পড়ে। অনেক কষ্টে আল আমিনকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হলেও কানুকে ট্রাক থেকে নামানো সম্ভব হয়নি। বিদ্যুৎস্পৃষ্ট ও ট্রাকের আগুনে কানু পুড়ে কয়লা আকার ধারণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনার পরে গোদাগাড়ী দমকল বাহিনীর সদস্যদের সংবাদ দিলে তারা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নেয় ও কানুর লাশ উদ্ধার করে।এনিয়ে তানোর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তিনি ঘটনা শুনামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি ( এ রির্পোট লেখা পর্যন্ত)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here