সাগর-রুনি হত্যা: বিচার দাবিতে মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি

0
0

সাগর-রুনি হত্যা বিচার দাবিতে মাসব্যাপী স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার দাবিতে আগামী এক মাস ধরে সাংবাদিকদের স্বাক্ষর সংগ্রহ করবে ডিআরইউ।ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক রাজু আহমেদ শুক্রবার সেগুনবাগিচায় নিজেদের কার্যালয়ের সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ১৫ মার্চ থেকে সারাদেশে সাংবাদিকদের মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হবে। সেই সঙ্গে সাগর-রুনির বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন।শুক্রবার সকাল সাড়ে ১১টায় ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে ওই হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন, খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংগৃহীত গণস্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হবে। পাশাপাশি এ নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডিআরইউ’র অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, এর আগে ডিআরইউ ঘোষিত এক মাসের আল্টিমেটাম গতকাল ১০ মার্চ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত করা তো দূরের কথা মামলা তদন্তে কোনো রকম অগ্রগতি হয়নি।

গত ২৮ ফেব্র“য়ারি আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা করতে পারেনি তদন্তকারী সংস্থা। এভাবে আলোচিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিয়ে সাংবাদিক সমাজে সংশয় দেখা দিয়েছে।

তিনি বলেন, ২০১২ সালের ১১ ফেব্র“য়ারি ভোরে মাছরাঙা টেলিভিশনের সাগর সারোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী রাজধানীর রাজাবাজারে তাদের নিজ বাসায় নির্মম হত্যাকাণ্ডের স্বীকার হন। ভয়াবহ এ ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। ‘ঘটনার দুই দিন পর পুলিশের তৎকলীন মহাপরিদর্শক সাংবাদিক সম্মেলন করে সাগর রুনি হত্যাকাণ্ডের প্রণিধানযোগ্য অগ্রগতির কথা জানান। কিন্তু একে একে চার বছর পার হলেও খুনিদের চিহ্নিত ও গ্রেপ্তার করা তো দূরের কথা, তদন্তের বিশ্বাসযোগ্য ও প্রামাণ্য কোনো অগ্রগতি দেখাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। মামলাটির সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।

তিনি বলেন, ১৫ মার্চ থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু হবে। ডিআরইউ কার্যালয়ের পাশাপাশি পর্যায়ক্রমে বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের স্বাক্ষর নেওয়া হবে।পরবর্তীতে সংগৃহীত স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেওয়া হবে।২০১২ সালের ১১ ফেব্র“য়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি।

এর পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তারের আশ্বাস দিলেও ৪৮ মাসে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়নি।হত্যাকাণ্ডের চার বছর পূর্তিতে গত ১১ ফেব্র“য়ারি ডিআরইউয়ের পক্ষ থেকে হত্যারহস্য উন্মোচনের দাবিতে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়েছিল।কিন্তু এই এক মাসে প্রশাসন কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সেজন্য স্বাক্ষর সংগ্রহের এই কর্মসূচি ঘোষণা করা হল, বলেন রাজু আহমেদ।মানুষ বিপদে পড়লে সমাধানের জন্য সাংবাদিকদের কাছে ছুটে আসেন। কিন্তু আমরা বিপদে পড়ে কোনো সমাধান পাচ্ছি না। তাহলে সরকার কি আমাদের সঙ্গে তামাশা করছে, প্রশ্ন রাখেন তিনি।এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সব পর্যায়ের সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান ডিআরইউ সভাপতি মো. জামাল উদ্দীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here