অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন গাজীপুর সিটি মেয়র মান্নান

0
58

গাজীপুরের মেয়র মান্নান গ্রেপ্তার

গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (বরখাস্ত) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার দুপুরে এক সড়ক দূর্ঘটনায় তাকে বহনকারী জীপটি দুমড়ে মুছড়ে গেলেও তিনি অক্ষত রয়েছেন।

গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী রুশদী জানান, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ঢাকা থেকে গাজীপুর আসছিলেন। তাকে বহনকারী জীপ গাড়িটি ঢাকা বাইপাস সড়কে দিয়ে মহানগরীর মীরের বাজার এলাকা পার হয়ে কলেরবাজার এলাকায় পৌঁছে। এসময় বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক মেয়রকে বহনকারী জীপটিকে সজোরের ধাক্কা দেয়। এতে তার জীপটি দুমড়ে মুছড়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা মেয়র মান্নান অক্ষত থেকে প্রাণে বেঁচে যান। তবে তার সঙ্গী জীপ আরোহী কয়েকজন সামান্য আহত হন। পরে মেয়র মান্নান অন্য গাড়িতে চড়ে গাজীপুর শহরে এসে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন এবং সালনা গ্রামের নিজ বাড়িতে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here