সম্পদের মিথ্যা তথ্য:মুসা বিন শমসেরের নামে মামলা হচ্ছে

0
179

স্বঘোষিত ধনকুবের মুসা বিন শমসের

স্বঘোষিত ধনকুবের মুসা বিন শমসের নিজের নামে বিপুল বিত্ত-বৈভবের দাবি করলেও এর স্বপক্ষে প্রমাণ দেখাতে না পারায় মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার দুপুরে দুদক সুইস ব্যাংকে ১২ বিলিয়ন মার্কিন ডলার কিংবা বাংলাদেশে ১২০০ বিঘা জমি থাকার সপক্ষে যথাযথ তথ্য দিতে না পারায় মুসার নামে দুদক আইন ২৬ (১) ও (২) ধারায় মামলার অনুমোদন দেয়।দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে কেউ মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ প্রমাণিত হলে ৩ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী। এর আগে দুদকের প্রধান কার্যালয়ে দুদক আইনের ২৬(২) ধারায় সম্পদের বিষয়ে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়া এবং ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ দখলে রাখার অভিযোগে মামলার অনুমোদন দেয় কমিশন।

এছাড়া বিবরণীতে সম্পদের তথ্য গোপন করলেও মামলা হতে পারে। মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর কারাদণ্ড দেয়ার বিধান রয়েছে।তবে ফরিদপুরে জন্মগ্রহণকারী বিতর্কিত ও তথাকথিত ধনকুবের মুসা বিন শমসেরের বিরুদ্ধে মামলা হচ্ছে দুদকে সম্পদের পরিমাণ বাড়িয়ে বলার জন্য।দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মুসা জানিয়েছিলেন সুইজারল্যান্ডের ন্যাশনাল সুইস ব্যাংকে একটি যৌথ অ্যাকাউন্টে ১২ বিলিয়ন ডলার জব্দ রয়েছে। একই ব্যাংকের ভল্টে রয়েছে ৯০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণালংকার।

এছাড়া দেশের স্থাবর সম্পত্তির মধ্যে রাজধানীর গুলশানের ৮৪ নম্বর রোডে স্ত্রীর নামে বাড়ি, ফরিদপুরের নগরকান্দায় পৈতৃক বাড়ি, গাজীপুর ও সাভারে বিভিন্ন দাগে প্রায় ১২শ’ বিঘা সম্পত্তির তথ্য দাখিল করেছিলেন তিনি।দুদক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংক কর্তৃপক্ষের কাছে মুসার রক্ষিত অর্থসম্পদের বিষয়ে তথ্য চায়। জবাবে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মুসার কোনো অ্যাকাউন্ট ওই ব্যাংকে নেই। তার কোনো সম্পদও জব্দ নেই

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য বলেন, ব্যবসায়ী মুসা বিন শমসের দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, তার সপক্ষে দালিলিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে কমিশন মামলার অনুমোদন দেয়।এজাহারে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ এবং সম্পদের মিথ্যা তথ্য দেওয়ায় ২৬ (১) ও (২) ধারায় মামলা করা হয়।

দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ৭ জুন দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে মুসা বলেছেন, সুইস ব্যাংকে তাঁর ১২ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৯৩ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা হিসাবে) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। এ ছাড়াও সুইস ব্যাংকের ভল্টে ৯০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকা) দামের অলংকার জমা রয়েছে।

গাজীপুর ও সাভারে তাঁর নামে প্রায় ১ হাজার ২০০ বিঘা সম্পত্তি রয়েছে বলেও উল্লেখ করেন মুসা। বর্তমান বাজার দরে এসব জমির মূল্য ১ হাজার ২০০ কোটি টাকারও বেশি।অধিকাংশ সময় দেশের বাইরে থাকায় এসব সম্পত্তির খাজনা পরিশোধ করে নামজারি করা সম্ভব হয়নি বলে জানান মুসা। ২০১৪ সালের জুন মাসে বিজনেস এশিয়া নামের একটি সাময়িকীতে মুসাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ওই বছরের ৩ নভেম্বর তাঁর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টি অনুসন্ধান করে। দুদকের জিজ্ঞাসাবাদে মুসা দাবি করেন, ৪২ বছর বিদেশে বৈধভাবে ব্যবসার মাধ্যমেই তিনি ১২ বিলিয়ন ডলার উপার্জন করেছেন। সৌদি আরব, কুয়েত, ইরাক, মিসর, সিরিয়া, পাকিস্তানসহ অনেক দেশের সরকারি প্রতিরক্ষা ক্রয়সংক্রান্ত পাওনা পরিশোধের অর্থ এসব দেশের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে তাঁর অ্যাকাউন্টে জমা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here