রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: হানিফ

0
39

01সুপ্রিমকোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ।মঙ্গলবার আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিক্রয়ায় বলেন, এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো সর্বোচ্চ আদালতের ন্যায় বিচারকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। তারা মীর কাসেম আলীর ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেয়। আপিলের রায়ে বলা হয়, আসামিপক্ষের আনা আপিল আংশিক মঞ্জুর করা হয়েছে। প্রসিকিউশন আনীত অভিযোগের মধ্যে ৪, ৬ ও ১২ নং অভিযোগ থেকে মীর কাশেম আলীকে খালাস এবং ২, ৩, ৭, ৯, ১০, ১১ ও ১৪ নম্বর অভিযোগে মীর কাশেম আলীকে ট্রাইব্যুনালে দেয়া দন্ড বহাল রাখা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এ রায় জাতির প্রত্যাশিত রায়। সর্বোচ্চ আদালতের এই রায়ে পুরো জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। প্রত্যাশিত এই রায় দ্রুত কার্যকর করে জাতিকে কিছুটা হলেও কলঙ্কমুক্ত করার দাবি জানাচ্ছি আমরা।তিনি বলেন, এই রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে যে বিতর্ক চলছে তা এই রায়ের ওপর কোনো প্রভাব ফেলেনি। মীর কাসেম আলীর সম্পদ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।ঢাকামহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর সর্বোচ্চ আদালতে বহাল রাখা ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে।তিনি বলেন, বাংলাদেশের সকল শহীদ পরিবারের সদস্যরা ও সকল জনগণ শুকরিয়া আদায় করছে। বাংলার মানুষ ন্যায় বিচার পেয়েছে। এই কুখ্যাত যুদ্ধাপরাধী মীর কাশেমের ফাঁসির রায় ঠেকাতে জামায়েত-শিবিরের সকল প্রকার প্রয়াস আজ ব্যার্থ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here