রাজনৈতিক সিন্ধান্তেই যুদ্ধাপরাধীদের বিচার: এটর্নি জেনারেল

0
21

10আপিলের রায়েও যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদন্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রত্যাশিত ফল পেয়েছি।মীর কাশেম আলীর আপিলের রায় ঘোষণার পর মঙ্গলবার নিজের কার্যালয়ে এক ব্রিফিং-এ দেয়া প্রতিক্রিয়ায় এটর্নি  জেনারেল এ কথা বলেন।তিনি বলেন,মুক্তিযুদ্ধের সময় চট্রগ্রামের আলবদর কমান্ডার যে সব মানবতাবিরোধী অপরাধ করেছেন তাতে তার সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য ছিল। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর অপরাধের বিচারে প্রত্যাশিত ফল পেয়েছি।মাহবুবে আলম বলেন,আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকারের কথা রয়েছে।এটর্নি জেনারেল বলেন,১১ নম্বর অভিযোগে মীর কাশেম আলীর মৃত্যুদন্ড বহাল রাখা হয়েছে। এ অভিযোগে রয়েছে কিশোর মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে আটক, নির্যাতন ও হত্যা। কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ করে আটকে রেখে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ সর্বোচ্চ আদালতের রায়েও প্রমাণিত হয়েছে।

আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  দেওয়া ফাঁসির রায় বহাল রাখার পর প্রতিক্রিয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন ভাব  দেখাচ্ছেন যেন তাঁরাই যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এটা ঠিক নয়। এই বিচার রাজনৈতিক সিদ্ধান্তে হচ্ছে।তিনি বলেন,শেখ হাসিনা সরকার গঠনের পর এই বিচার হচ্ছে। এটা ভুলে গেলে চলবে না।রায়ের প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, তাঁরা প্রত্যাশিত রায়  পেয়েছেন। এর আগে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সর্বোচ্চ পর্যায়ের  নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান  মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাঁদের বিচার  যেহেতু হয়েছে, তাই সে সময়ের ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি জেনারেল মীর কাসেমের বিচার না হলে অপরাধের ধারাবাহিকতা ক্ষুন্ন হতো।

এই মামলায় রাষ্ট্রপক্ষের গাফিলতি ছিল কি না,সেটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর জানা যাবে বলে জানান তিনি । তিনি বলেন, যিনি (শেখ হাসিনা) সবচেয়ে বেশি উৎসাহ দিচ্ছেন, আমাদের সকলে বিচার এগিয়ে নিতে সহযোগিতা করছেন।কাজেই অন্য কারো, অনেকেই দাবি করেছে, আমরাও দাবি করেছি, কিন্তু নির্বাহী বিভাগে যদি উপযুক্ত  লোক না থাকে, এই রকম নেতৃত্ব না থাকে, তাহলে অনেক অন্যায়ের বিচার হয় না।যুদ্ধাপরাধের বিচারের জন্য সংসদে আইন পাশ এবং তার আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই বিচারের প্রতিশ্র“তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, সর্বোপরি প্রানমন্ত্রীর দৃঢ় মনোভাব, তিনি এই ব্যাপারে এগোচ্ছেন,  সেটা না হলে এটা হত না। যারা নানা রকম মিটিং করেন, আদালত সম্পর্কে নানা রকম বক্তব্য রাখেন, তাদের সব সময় মনে রাখা উচিত- রাজনৈতিক সিদ্ধান্তে এই বিচার হচ্ছে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া মৃত্যুদন্ড বহাল রেখে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায় ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here