বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দল আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নেতা যে ভাষায় কথা বলেছেন, তা রাজনৈতিক শিষ্টাচার বর্জিত। সত্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা আসামি হয়েছেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি এ বক্তব্যের নিন্দা জানান।পরে মহিলা দলের একটি র্যালি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, গণতন্ত্রের জন্য একজোট হবেন বাংলাদেশের নারীরা।প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে কটাক্ষ করে যে বক্তব্য দেয়া হয়েছে, তা কখনই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। গণতন্ত্রের পক্ষে সেটা যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি শীর্ষ দুই পদের নেতা নির্বাচন করেছেন। তারা কারা, বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান। দুইজনই আসামি। একজন এতিমের টাকা আত্মসাৎ করার মামলার আসামি, আরেকজন ইন্টারপোলের আসামি এবং মানি লন্ডারিং, ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি। এরা জনগণকে কী দেবে! এরা নিজেরাই তো আসামি।’
বিএনপি কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হওয়ার কথা ছিল।র্যালি থেকে নারী দিবস দিচ্ছে ডাক, বাকশালিরা নিপাক যাক’সহ নানা স্লোগান দেয়া হয়। র্যালিতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ সংগঠনটির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের নেতা-নেত্রীরা যে ভাষায় কথা বলছেন, তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ বক্তব্যের সাথে সত্যের লেশমাত্র নেই। দুর্ভাগ্য যে, আমাদের যারা গণতান্ত্রিক আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। প্রায় প্রত্যেককে আসামি করা হয়েছে।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন,পৃথিবীর সভ্য দেশগুলোতে নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে নারী দিবস পালিত হয়, বাংলাদেশে সেভাবে নারী দিবসের কর্মসূচি পালন করতে দেয়া হয় না। কারণ, এখানে কোনো গণতন্ত্র নেই।
তিনি আরও বলেন, এখন যারা ক্ষমতায় রয়েছে দেশ পরিচালনা করার কোনো নৈতিক অধিকার ও বৈধতা তাদের নেই। কারণ, তারা নির্বাচিত নয়। একই কারণে নারীদেরও নিরাপত্তা নেই। নারীদের অধিকারগুলো কেড়ে নেয়া হচ্ছে। বিগত এক বছরে দেশে যে হারে নারী ও শিশু নির্যাতিত হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।ফখরুল আশা করেন, নারী দিবসে প্রত্যাশা করব, বাংলাদেশের নারীসমাজ গণতন্ত্রের জন্য একজোট হবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সোচ্চার হবেন। মহিলা দলের র্যালিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নয়াপল্টন এলাকায় তৎপর থাকতে দেখা যায়। বিএনপি কার্যালয়ের পাশে আগে থেকেই পুলিশের জলকামান ও সাঁজোয়া যান এনে রাখা হয়। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।