৪টি গরু চুরির কাহিনী

0
0

10দৈনিক বার্তা ডেস্কঃ মধুখালী উপজেলার খোকশাহাটের সংখ্যালঘু সম্প্রদায়ের রতন বাবুর চারটা গরু কিভাবে চুরি করে আনা হলো এবং ফেরত দেওয়া হলো দৈনিক বার্তার  অনুসন্ধানে তা বেড়িয়ে এসেছে। গরু চুরির সাথে সম্পৃক্ত একজন এ প্রতিবেদককে মোবাইলে খুলে বলেছেন গরু চুরি সাথে কারা জড়িত, কারা নির্দেশ দাতা, শর্ত শুধু নাম প্রকাশ করা যাবে না। নাম প্রকাশ পেলে গ্রামে থাকা কষ্টকর হবে।
খোকশাহাটের সংখ্যালঘু সম্প্রদায়ের দুইটি ছেলে-মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ছেলেটির অন্য জায়গায় বিয়ের কথা পাকা হয়। আর বিয়ের কথা শুনতে পেয়েই নিজের প্রেমিকের হবু বধুর বাড়িতে গিয়ে তাদের মধ্যে সর্ম্পকের কথা খুলে বলে অঞ্জলী (ছদ্মনাম)। ভেঙ্গে যায় বিয়ের অনুষ্ঠান। এই ঘটনা  দুই পরিবার নিজেরা বসে আপস-মিমাংসা করে নেয়। কাপাসহাটিয়া ও সমসকান্দির মাতুববরদের  না জানিয়ে নিজেরা কেন আপস মিমাংসা করল এটাই হল রতন বাবুর জন্য কাল। ২২ফেব্রুয়ারী শতাধীক লোক রতন বাবুর বাড়ীতে গিয়ে হুমকি দিয়ে আসে ৩ লক্ষ টাকা দিতে হবে। রতন বাবু টাকা না দেওয়ায় ২৩ ফেব্রুয়ারী ৪টা গরু চুরি করে নিয়ে আসা হয়।
২৩ ফেব্রুয়ারী ফোন করে আঞ্জুকাজী আমাকে জানায় ১৫/২০ হাজার টাকা পাবি, রাতে একটা অভিযানে যাব, প্রস্তত থাকিস। ফাউ টাকার লোভে কাজটার সাথে জড়িত হই। রাত বারোটার কিছু পরে সবাই মিলে মাঠের মধ্য দিয়ে খোকসাহাট রতন বাবুর বাড়ির দিকে যাই। রতন বাবুর বাড়ী হতে দুরে দাড়িয়ে থাকি আমরা,আঞ্জুকাজী একটি করে ৪ বারে গরুগুলো খুলে নিয়ে আসে। তার পরে সবাই মিলে গরুগুলো সমসকান্দি সেলিম শেখের বাড়িতে নিয়ে গোয়াল ঘরে রেখে দেই। তার পরে সবাই যার যার মত বাড়ি চলে যাই এবং ঘুমিয়ে পড়ি। ঘুম থেকেই উঠেই শুনি চারদিকে শুধু গরু চুরির গল্প সবার মুখেই একই কথা। বেলা যত যায় ততই সমস্যা বাড়তে থাকে। চারদিক থেকে গরু ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে অনেকে। থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু কামালদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবীর মোল্যাকে  সন্ধ্যার মধ্যে গরু ফেরতের আলটিমেটাম দেয়।
সন্ধ্যার সময় গরুগুলো আবার রতন বাবুর বাড়ির কাছে ফেরত দিয়ে আসি। গরু ফেরত দেওয়ার পরের দিন নিদের্শ দাতাদের কথা মত বাবু ঠাকুরসহ কয়েকজন রতন বাবু বাড়ি যাই। রতন বাবু সন্তুষ্ঠ হয়ে পাঁচ হাজার টাকা দেয়।
কে তোদের কে গরু খুলে আনতে বলেছে জিঞ্জাসা করলে প্রথমে নাম রপ্রকাশ করতে চায়নি। এক পর্যায়ে নুর ইসলাম মেম্বারের এবং আরো দুই প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে। ঐ দুই প্রভাবশালীর বাড়ি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া। কবীর মোল্যা, খলিল শেখ,আঞ্জুকাজী, সমসকান্দির আজিজার শেখ, বিল্লাল শেখ, বাকী, সেলিম, হাসান,অহিদ শেখসহ সবাই মিলেই পরিকল্পনা বাস্তবায়ন করি।
আক্ষেপ করে বলে বড় ভাইরা গরু খুলে আনার নির্দেশ দিলেও এখন আর নির্দেশদাতা আমাদেরকে সাহায্য করছে না।
এই বক্তব্য গরু চুরি সাথে জড়িত একজনের। মোবাইলে রেকডিং করা হয়েছে তার বক্তব্য, সেখান থেকেই পাঠকের জন্য গল্পটা সাজানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here