সালমান রুশদির মুখোশ উন্মোচন করলেন সাবেক স্ত্রী

0
29

01বিতর্কিত লেখক সালমান রুশদির বাস্তব চরিত্র তুলে ধরলেন তার সাবেক স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মডেল ও টিভি উপস্থাপক পদ্ম লক্ষ্ণী।

লক্ষ্মী তার প্রকাশিত আত্মজীবনীতে সালমান রুশদীর সাথে তার তিন বছরের দাম্পত্য জীবনের বিভিন্ন দিক সবিস্তারে বর্ণনা করেছেন। গত মঙ্গলবার নিউইয়র্কে তার বইটি প্রকাশিত হয়েছে।

বইটিতে লক্ষ্মী সালমানকে ‘ঈর্ষাকাতর, লোভী ও কামুক’ বলে অভিহিত করেছেন। ৪৫ বছর বয়সী লক্ষ্মীর অভিযোগ, রুশদির বিকৃত যৌন লিপ্সা পূরণে অপারগতা প্রকাশ করায় তাকে বিয়ে করাকে ‘বাজে বিনিয়োগ’ বলে আখ্যা দিয়েছিলেন।

আত্মজীবনীতে লক্ষ্ণী জানান, ১৯৯৯ সালে ৫১ বছর বয়সী সালমান রুশদির সাথে যখন সাক্ষাৎ হয় তখন তার বয়স ছিল ২৮ এবং তিনি একা থাকতেন। আর ওই সময় রুশদি মাত্রই তার তৃতীয় বিয়ে সম্পন্ন করেছিলেন।

তারা ২০০৪ সালে বিয়ে করেন এবং লন্ডন ও নিউইয়র্কে সমানভাবে বসবাস করতেন। নিউইয়র্কে রুশদির দুই সন্তান বসবাস করতো।

বিয়ের প্রথম কিছুদিন সবকিছু ঠিকঠাক চললেও ক্রমেই তাদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। রুশদির অদ্ভূত যৌন আচরণ ও মারাত্মক বাক্যবাণে লক্ষ্ণীর জীবন অল্পদিনেই অতিষ্ট হয়ে ওঠে। বিয়ের ৩ বছরের মাথায় ডিভোর্সের মাধ্যমে তাদের সম্পর্কের অবসান ঘটে।

বর্তমানে লক্ষ্ণী বিলিয়নিয়ার ব্যবসায়ী অ্যাডাম ডেলের ঘর করছেন এবং সেখানে তার ৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

অন্যদিকে, ইসলাম বিদ্বেষী লেখনীর জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কর্তৃক মৃত্যদণ্ড প্রাপ্ত বিতর্কিত লেখক সালমান রুশদি বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন।

সদ্য অনুষ্ঠিত অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এক উঠতি মডেলকে সাথে নিয়ে হাজির হয়েছিলেন এই লেখক।

সূত্র: টেলিগ্রাফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here