গৃহকর্মীর লাশ নিয়ে মিরপুর এলাকায় বিক্ষোভ

0
31
011রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ন্যাম গার্ডেনে জানিয়া বেগম (১৪) নামে এক গৃহকর্মীকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই গৃহকর্মীর লাশ নিয়ে সোমবার সকাল থেকে মিরপুর এলাকায় দফায় দফায় বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

ধর্ষণের পর হত্যার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব আহসান হাবিবের ছেলেকে অভিযুক্ত করছেন নিহত গৃহকর্মীর স্বজনেরা।

তবে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই ভবনের একজন দারোয়ান ও তিনজন লিফটম্যানকে আটক করেছে পুলিশ।

এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে মিরপুর থেকে ফার্মগেটমুখী রোকেয়া সরণি ও মিরপুর-১০ নম্বর থেকে ঢাকা ক্যান্টনমেন্টমুখী সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

সোমবার সকাল সোয়া ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত নিহত তরুণীর লাশ নিয়ে কাজীপাড়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন স্বজনেরা।

পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে কাফরুল থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে শত শত এলাকাবাসী তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করতে থাকেন।

দুপুর ১টার দিকে থানার সামনে থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকা ন্যাম গার্ডেনের প্রধান ফটকের সামনে গিয়ে অবস্থান নেন।

জানা গেছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলার ওসমান গণির স্ত্রী ফুলবানু, পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে সেনপাড়ায় ভাড়া থাকেন।

ফুলবানু ন্যাম গার্ডেনের তিন নম্বর ভবনের ৪০৩ বি ফ্ল্যাটে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যুগ্ম সচিব আহসান হাবিবের বাসায় কাজ করেন। তিনি অসুস্থ হওয়ায় ৪/৫ দিন ধরে ওই বাসায় কাজ করছিল দ্বিতীয় সন্তান জানিয়া।

বিক্ষোভকারীরা জানান, রোববার ন্যাম গার্ডেনের ৩ নম্বর ভবনের নিচে জানিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল। তার মুখ ওড়না দিয়ে পেঁচানো থাকলেও নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।

এ ছাড়া ডান হাত থেঁতলানো, স্তনের নিচে এবং দুই পায়ের হাঁটুতে জখমের দাগ ছিল।

জানিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্ত করতে লাশ নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

নিহত জানিয়ার মা ফুলবানু অভিযোগ করেন, গৃহকর্তার ছেলে তার মেয়েকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করেছে। কিন্তু রোববার কাফরুল থানায় গেলেও পুলিশ মামলা না নিয়ে তাদের ফিরিয়ে দেয়।

সোমবার সকালে পুলিশ পরিবারের কাছে জানিয়ার লাশ হস্তান্তর করে। এরপর স্বজনরা লাশ নিয়ে সকাল থেকে মিরপুর এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

তারা জানিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা গ্রহণ ও জড়িতদের গ্রেফ্তারের দাবি জানান। পরে পুলিশ ঘটনার বিচারের আশ্বাস দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এদিকে জানিয়া নিহত হওয়ার ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ন্যাম গার্ডেনের তৃতীয় ভবনের এক জন দারোয়ান ও তিন জন লিফটম্যানকে আটক করেছে পুলিশ।

কাফরুল থানার এসআই কামরুজ্জামান জানান, জানিয়াকে ওই বাসার ছাদ থেকে কেউ ফেলে দিয়েছে অথবা সে পড়ে গেছে। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পরই ঘটনার রহস্য বেরিয়ে আসবে।

কাফরুল থানার  ওসি (তদন্ত) আসলাম উদ্দিন জানিয়েছেন, রোববার রাতে জানিয়ার বাবা ওসমান গনি বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here