ফাইনালের অনেক আগে থেকেই আর একটা লড়াই শুরু হয়েছিল। ভারত বনাম বাংলাদেশ ধুন্ধুমার লেগে গিয়েছিল ফেসবুকে। সেখানেই উঠে আসে গ্রাফিক্স করা ছবি। এবার ভারত থেকে ধেয়ে গেল পাল্টা জবাব।
বাংলাদেশের পেসার তাসকিনের হাতে মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডু ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এমন গ্রাফিক্স-শিল্প আদৌ খেলার স্পিরিটের সঙ্গে যায় কি না, সে প্রশ্ন পর্যন্ত উঠতে শুরু করে। কিন্তু উন্মাদনার আঁচে এই যুক্তি কানে তোলেননি কেউ।
এবার ভারত ফাইনালে জিতে যাওয়ার ঠিক পরেই ঠিক উল্টো ছবি পোস্ট করে দেওয়া হল ফেসবুকে। দেখা গেল, ধোনির হাতে তাসকিনের কাটা মুণ্ডু।
রবিবার রাতে বাংলাদেশের দুই প্রধান বোলারের অন্যতন আল আমিনের উপর ধোনি ছিলেন সবচে’ বেশি নির্দয়। মাত্র ৭ বলে ২০ রানের ইনিংস বাংলাদেশের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দেয়। দু’টি বিশাল ছক্কা এবং একটি বাউন্ডারিতে সাজানো ছিল ধোনির ইনিংস।
তবে এটাও বলতেই হবে, এই ম্যাচে তাসকিনও ভালো বল করেছেন। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন তিনি। অর্থাৎ খেলার বিচারে তাসকিন হেরে গিয়েছেন, সে কথা বলা কঠিন।
সূত্র: এবেলা