কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হ্যাক অস্বস্তিকর: অর্থমন্ত্রী

0
28
01যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ ডলার চুরির (হ্যাক) ঘটনাকে ‘অস্বস্তিকর ও বিব্রতকর’ আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অর্থমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান সৌজন্য সাক্ষাৎ করতে যান।

প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজার্ভ হ্যাক হওয়ার ব্যাপারে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

রিজার্ভ হ্যাক হওয়ার ঘটনা জানেন কি না- এমন প্রশ্নে মুহিত বলেন, ‘আমিও আপনাদের মতো সংবাদমাধ্যম থেকে জেনেছি। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে আমাকে কিছু জানায়নি।’

অর্থমন্ত্রীর সঙ্গে চিমিয়াও ফ্যানের সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনও উপস্থিত ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা হয়েছে। বাংলাদেশে আমাদের প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। এসব প্রকল্প অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here