সোমবার দুপুরে ধানমণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ওসি নূর এ আজম মিয়া জানান, সোমবার দুপুরে ৪ নম্বর সড়ক দিয়ে রিকশায় করে যাওয়ার সময় রাস্তার পাশের একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে খালিদ মাহমুদ মিঠুর ওপর পড়ে।
গুরুতর অবস্থায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠুর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গন ও চিত্রশিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
খালিদ মাহমুদ মিঠু ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা তার স্ত্রী। আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণা নামে দুটি সন্তান রয়েছে এই দম্পতির।
নির্মাতা মিঠুর প্রথম চলচ্চিত্র ছিল ‘গহীনে শব্দ’। ২০১০ সালের ২৬ মার্চ মুক্তি পেয়েছিল ছবিটি। এ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠু।
চলচ্চিত্র নির্মাণ ও ছবি আঁকার পাশাপাশি মিঠু পরিচিত ছিলেন একজন লেখক হিসেবেও। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে লেখা তার বইয়ের নাম ‘হুমায়ূন স্যার ও কিছু স্মৃতি’।