‘আসামি না, সাক্ষীদের গ্রেফতার করতে পুলিশ বাড়ি বাড়ি হানা দিচ্ছে’

0
37

02এক মাস পার হবার পরেও অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের একমাত্র ছেলে ফিরোজ সরকার শিমুলের হত্যাকারীরা গ্রেফতার হয়নি। বরং পুলিশ এখন মামলার প্রধান সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের গ্রেফতার করতে বাড়ি বাড়ি হানা দিচ্ছে। তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। খুনিদের প্ররোচনায় পুলিশ মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে এমন অপচেষ্টা চালাচ্ছে। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত শিমুলের মা ফিরোজা বেগম এই অভিযোগ করেন।

শিমুলের মা ফিরোজা বেগম বলেন, ঘটনার এক মাস পরও খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আসামিরা পুলিশের নাকের ডগায় শহরজুড়ে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের জড়িয়ে পোস্টারিং করছে। মামলার বাদীকে না জানিয়ে খুনিদের রক্ষার জন্য পুলিশ মামলাটি সিআইডিতে প্রেরণ করেছে। তিনি আরো বলেন, ঘটনার দুইদিন পর মামলার এজাহারভুক্ত আসামি স্বপন সরকারকে পুলিশ গ্রেফতার করলেও জামিনে বের হয়ে এসেছে। আসামিরা মামলার সাক্ষী ও প্রত্যক্ষদর্শীদের হুমকি দিয়ে যাচ্ছে। বারবার পুলিশকে জানানোর পরও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে শিমুলের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. নুরুল ইসলাম, মাহমুদুর রহমান সুরুজসহ মামলার কয়েকজন সাক্ষী ও প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম নিহত শিমুলের মা’র অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি জানান, মামলাটি এখন সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, তিতাস গ্যাস অফিসের ঠিকাদারি ব্যবসার ভাগ-বাটোয়ারকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারি গুলিতে ফিরোজ সরকার শিমুল নিহত হন। এসময় সোহান নামে এক যুবক গুলিবিদ্ধ হন। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসি একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here