শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ম্যাচ

0
0
011মিরপুরে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি থেমে গেছে। রবিবার রাত সড়ে আটটায় মাঠ পর্যবেক্ষণে যান ম্যাচ অফিসিয়ালরা। মাঠ পর্যবেক্ষণ শেষে ম্যাচ অফিসিয়ালরা জানান, খেলা শুরু হবে। তবে কখন শুরু করা যাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এর আগে বেশ কিছু সময় ধরে পানি নিষ্কাশন চলে।
৮ টা ৪৫ মিনিটে পরবর্তী ইনস্পেকশনে পর্যবেক্ষকরা। তবে উইকেট ভালো আছে। আউটফিল্ড সামান্য ভেজা থাকলেও ম্যাচ শুরু হওয়া নিয়ে তেমন সংশয় নেই।
রবিবার থেকেই কালো মেঘ ছিল স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়। প্রবল বাতাসের তোড়ে তখন পিচের উপর আবরণ রাখাই দায়। এরপরই নামে প্রবল বৃষ্টি। নিভে যায় ফ্লাডলাইটের আলো। প্রচণ্ড ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়।।সন্ধ্যা সাতটায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। সাড়ে সাতটায় খেলাও তাই শুরু হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here