বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১/১১ কুশীলবদের বিচার করতে হবে। তাহলে মঈন উদ্দীন, ফখরুদ্দীনের বিচার করছেন না কেন? বেশি লাফালাফি করবেন না। করলে আপনিও (শেখ হাসিনা) বাদ যাবেন না।’
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তারেক রহমানকে তাবেদার ও কর্তৃত্ববাদদের আতঙ্ক মন্তব্য করেন সেলিনা রহমান বলেন, স্বৈরাচার শাসক গোষ্ঠী দেশকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে। এ দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতেই হবে।
আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানি এই অনির্বাচিত সরকার ইউপি নির্বাচনে কী করবে, কী করতে পারেন। তারপরও গণতন্ত্রের স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ করতে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্তিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, ইয়ুথ ফোরামের সদস্য সাইদুর রহমান, ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও আন্দোলন’ এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।