ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে হত্যা করলে ১১ লাখ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে পূর্বাঞ্চল সেনা নামের একটি সংগঠন। এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় যখন ওই পোস্টারের ছবি ভাইরাল তখন কানহাইয়ার জিহ্বা কেটে দিতে পারলে তাকে ৫ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশের বিজেপির যুব সংগঠনের এক নেতা। খবর জি নিউজের।
প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে মন্তব্য করায় কানহাইয়ার বিরুদ্ধে ৫ লাখ রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কুলদীপ ভারসন নামের ওই যুবনেতা। বিজেপি অবশ্য ওই নেতাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে।
আর কানাহাইয়ার মাথা এনে দিতে পারলে যিনি ১১ লাখ টাকার ঘোষণা দেওয়া ওই পোস্টারে ছিল পূর্বাঞ্চল সেনার সভাপতি আদর্শ শর্মার নাম। দিল্লি প্রেস ক্লাবের বাইরে এই পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা, কানহাইয়াকে গুলি করে নামিয়ে দিলে ১১ লাখ টাকা পুরস্কার।
একদিকে পূর্বাঞ্চল সেনার পোস্টারে প্রাণে মারার হুমকি। অন্যদিকে জিহ্বা কেটে ফেলার হুমকিতে অস্বস্তিতে বিজেপি। যুবনেতা ভারসনকে বহিষ্কার করেও তাই আটকানো যাচ্ছে না বিতর্ক। বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন দলেরই সাংসদ শত্রুঘ্ন সিনহা। কানহাইয়া ইস্যুতে বিহারী বাবু সরাসরি বিজেপির শীর্ষ নেতাদের বক্তব্য দাবি করেছেন।
সূত্র: জি নিউজ