অগ্নিদগ্ধ সুমাইয়াও চলে গেলেন

0
0

0100রাজধানী উত্তরার গ্যাসপাইপ বিস্ফোরণের ঘটনায় অবশেষে সুমাইয়া বেগমও চলে গেলেন না ফেরার দেশে। মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। ডাক্তারের বরাত দিয়ে সুমাইয়ার দেবর মাহমুদ হাসান বলেন, ভাবী মারা গেছেন। আমাদের পরিবারে একের পর এক মৃত্যু নিয়ে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি।

গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসার ৭ তলায় রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তারা হলেন- মো. শাহনেওয়াজ (৫০), স্ত্রী সুমাইয়া বেগম (৪০), ছেলে শালিল (১৫), জারিফ (১১) ও জারান (১৪ মাস)।

অগ্নিকাণ্ডের দিন বিকেলে শালিল ও রাতে জারান মারা যায়। শালিলের ৮৮ শতাংশ, জারানের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল। এর পরদিন আমেরিকান দূতাবাসের মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. শাহনেওয়াজ মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here