হোয়াইট হাউজ ছাড়ার পর ওবামার গন্তব্য

0
0
President Barack Obama relaxes on a sofa in the Oval Office with wife Michelle and daughters Malia and Sasha, Feb. 2, 2009.  (Official White House Photo by Pete Souza) This official White House photograph is being made available for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be used in materials, advertisements, products, or promotions that in any way suggest approval or endorsement of the President, the First Family, or the White House.
President Barack Obama relaxes on a sofa in the Oval Office with wife Michelle and daughters Malia and Sasha, Feb. 2, 2009. (Official White House Photo by Pete Souza) This official White House photograph is being made available for publication by news organizations and/or for personal use printing by the subject(s) of the photograph. The photograph may not be used in materials, advertisements, products, or promotions that in any way suggest approval or endorsement of the President, the First Family, or the White House.

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা শিকাগোতে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন। তবে তার আগে কিছুদিন রাজধানীতেই অবস্থান করবেন তিনি।

বিবিসি বলছে, ২০১৭ সালে হোয়াইট হাউজ ছাড়লেও ওবামা ওয়াশিংটনেই থাকবেন। তবে কিছুদিনের জন্য। বৃহস্পতিবার উইসকনসিনে এক ব্যক্তির প্রশ্নের জবাবে ওবামা জানান, অভিজাত একাডেমি সিডওয়েল ফ্রেন্ডস থেকে তার ১৪ বছর বয়সী মেয়ে শাসার শিক্ষা শেষ হওয়া পর্যন্ত পরিবার নিয়ে ওয়াশিংটনেই থাকার পরিকল্পনা রয়েছে তার।
সাধারণত হোয়াইট হাউজ ছাড়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট রাজধানীতে থাকেন না। ব্যতিক্রম ছিলেন শুধু ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন। ১৯১৩ থেকে ১৯২১ সাল পর্যন্ত হোয়াইট হাউসের বাসিন্দা উইলসন বাকি জীবন রাজধানীতেই কাটিয়েছিলেন। ওবামা পরিবার শিকাগোতে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন। সেখানে তাদের বাড়ি রয়েছে এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পরিবারও সেখানেই থাকেন। ৫৫ বছর বয়সী ওবামা সেখানে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন। বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here