বরিশালের উজিরপুরে শিশু সন্তানকে হত্যার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যক্তি। শুক্রবার গভীর রাতে ইমরান হোসেন মিলন নামের ঐ ব্যক্তি মামলাটি করেন।
উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, মামলায় স্ত্রী নাজমা বেগমসহ পাঁচজনকে আসামি করেছেন মিলন।
তিনি জানান, পারিবারিক কলহের জেরে তিন বছর ধরে বাকপ্রতিবন্ধী মেয়ে স্বপ্নাকে (৪) নিয়ে উপজেলার তেরদ্রোন গ্রামে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন নাজমা বেগম। শুক্রবার সকালে স্বপ্না নিখোঁজ হয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, মিলন মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে না গিয়ে আইনজীবী নিয়ে থানায় যান। সেখানে তিনি স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।