বিনোদন জগতের তারকাদের আলোতে জ্বলজ্বল করছে পশ্চিমবঙ্গে মমতার শাসনক্ষমতা। তার তৃণমূল এবার আরেকটি তারকাকে অন্তর্ভুক্ত করছে আসন্ন বিধানসভা নির্বাচনে। তিনি হালের ক্রেজ নায়ক সোহম চক্রবর্তী।
শুক্রবার কলকাতার তৃণমূল ভবন থেকে সংবাদ মাধ্যমে তুলে দেয়া প্রার্থীদের তালিকায় দেখা গেল সোহমের নাম। সোহম লড়বেন বাঁকুড়ার বড়জোড়ায়। তিনি এতে জয় পেলে সাংসদ মুনমুনের সেনের পরে এবার এক তারকা বিধায়কও পাবেন বাঁকুড়া।
সূত্রে প্রকাশ, সোহম নিজে যুব তৃণমূলের পদাধিকারী এবং সংগঠনের রাজ্য সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ‘ঘনিষ্ঠ’। অভিষেক আবার দলের পক্ষে পুরুলিয়া-বাঁকুড়ার পর্যবেক্ষকও। সোহমকে এ বার টিকিট দেওয়ার কথা অনেক আগেই চাউর হয়েছিল। দলের অনেকে মনে করছেন, অভিষেকের জন্যই বড়জোড়ায় প্রার্থী করা হয়েছে টলি-পাড়ার ওই নায়ককে।
গত সংসদ নির্বাচনে মমতার জন্য জয়ের আলো এনে দেয় বাংলা সিনেমার সুপারস্টার হিরো দেব, মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন, অভিনেত্রী সন্ধ্যা রায়, অভিনেতা তাপস পাল, নাট্যকর্মী অর্পিতা ঘোষ ও অভিনেত্রী শতাব্দী রায়রা।
জয় না পেলেও তৃণমূলের হয়ে ভোটের মাঠে নেমেছিলেন ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া, দুই গায়ক প্রার্থী ইন্দ্রনীল সেন ও সৌমিত্র রায় এবং ভূমি ব্যান্ডের গায়ক সৌমিত্র রায়।
পশ্চিমবঙ্গে ৬ দফায় এবং ৭ দিনে বিধানসভার ভোটের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ৪ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত মোট ৭ দিনে ভোট হবে এ রাজ্যে। তার মধ্যে খাস কলকাতা শহরেই নজিরবিহীনভাবে ভোট হবে দু’দফায়! গণনা হবে আরও চার রাজ্যের সঙ্গেই, ১৯ মে।
সূত্র : আনন্দবাজার