প্রধান বিচারপতিকে প্রত্যাহারের দাবী

0
0
100প্রধান বিচারপতি  অ্যাডভোকেট সুরেন্দ্র কুমার সিনহাকে প্রত্যাহারের দাবী  জানিয়ৈেছন  আওয়ামীলীগের কয়েকজন মন্ত্রী। আজ বিভিন্ন সভা -সেমিনারে গণমাধ্যমের কাছে এ দাবী তুলেছেন ।
মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে মন্তব্য করায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে তার পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি ভেবে দেখার জন্য আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক । শনিবার বেলা ১২ টার দিকে মন্ত্রী এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন সেটা তিনি প্রত্যাহার না করলে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তার ভেবে দেখা উচিৎ।
এছাড়াও অপর এক আলোচনা সভায়  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে মন্তব্য করায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল নাও থাকতে পারে বলে আশঙ্কা করছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার বেলা ১২ টার দিকে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে প্রধান বিচারপতির দেয়া বক্তব্যে অনুমান করা যাচ্ছে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল নাও থাকতে পারে।  তিনি বলেন  প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মীর কাশেম আলীর আপিলের শুনানী পূনরায় করা উচিত

প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারী মীর কাশেম আলীর আপীল শুনানীকালে , জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলাসহ মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলা পরিচালনার ক্ষেত্রে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও তদন্ত সংস্থার অদক্ষতা, অযোগ্যতা এবং দুর্বলতার জন্য আবারও তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের একই কাঠগড়ায় দাঁড়ানোর সময় এসেছে।
প্রধান বিচারপতি বলেন, মীর কাসেম আলীর মামলায় একজন করে সাক্ষী হাজির করা ছাড়া আর কোনো তথ্য-উপাত্ত পেশ করতে পারেননি প্রসিকিউটরা। একটি মামলায় আরও অনেক তথ্য-উপাত্ত থাকে। কিন্তু এই মামলায় এর কিছুই নেই। এজন্য প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here