আগামী ১১ মার্চের মধ্যে দাবি না মানলে ১৪ মার্চ ধমঘটের হুমকি দিয়েছেন ঢাকার সিএনজি অটোরিকশা চালকরা। শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে ‘ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন’ এই হুমকি দেয়।
সংগঠনটির দফতর সম্পাদক মো. আবু ওহাব বলেন, বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিনিয়ত বহু চালককে শাস্তি, জেল ও জরিমানা করছে। অথচ ট্রাফিক আইনে এই ধরনের কোনো নিয়মনীতি নেই। নো-পার্কিংয়ের নামে বহু চালককে জরিমানা, গাড়ি রেকারিং ও ডাম্পিং করা হচ্ছে।
তিনি জানিয়েছেন, ১১ মার্চের মধ্যে আমাদের দাবি মানা না হলে ১৪ মার্চ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মঘট পালন করা হবে।
বেশি ভাড়া নেয়ার ব্যাপারে ওহাব বলেছেন, সরকার গাড়ির জমা নির্ধারণ করেছে ২৪ ঘণ্টায় ৯০০ টাকা। কিন্তু মালিকরা দুই শিফটে ১৪০০-১৫০০ টাকা নিচ্ছে। এই জমা দিতে গিয়ে চালকরা যাত্রীদের কাছ থেকে ২০ টাকা চেয়ে নিলে জেল-জরিমানা করা হয়।
সংবাদ সম্মেলনে চালকদের পক্ষে সাতটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হচ্ছে-কথায় কথায় গাড়ি রেকারিং ও জেল-জরিমানা করা যাবে না, কারাবন্দি চালকের