‘রাজাকারপুত্রকে’ মনোনয়ন দেয়ায় সড়ক অবরোধ

0
0
01ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে ‘একাত্তরের এক রাজাকারের সন্তানকে’ আওয়ামী লীগের মনোনয়ন দেয়ায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক আটকে বিক্ষোভ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চের কর্মীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খাটিহাতা বিশ্বরোড় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে শুরু হয় অবরোধ।
জানা গেছে, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে এবার ক্ষমতাসীন দলের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া। গণজাগরণ মঞ্চ থেকে প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়ার রাজাকারদের তালিকায় ফারুকের বাবা তাজুল ইসলাম ওরফে তাইজ উদ্দিনের নাম রয়েছে। এরই প্রতিবাদে ফারুক মিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চের কর্মীদের ব্যানার হাতে রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর কবির সিদ্দিকী জানান, অবরোধের কারণে ঢাকা-সিলেট ও সিলেট-কুমিল্লা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ভোগান্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পুলিশ বিক্ষোভরতদের সঙ্গে আলোচনায় বসলে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here