ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা আটক

0
0

02দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে আটক করেছে দেশটির ফেডারেল পুলিশ। শুক্রবার তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খবর বিবিসির।

খবরে বল হয়, রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসে বড় ধরনের জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তাদের কাছে এ অভিযোগের প্রমাণ রয়েছে।

এর আগে লুলা দা সিলভার বাড়িতে অভিযান চালায় দেশটির পুলিশ। অভিযানের সময় লুলাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

পুলিশ জানিয়েছে,  ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ৩৩টি ওয়ারেন্ট ও ১১টি ডিটেনশন ওয়ারেন্ট রয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, অপরাশেন কারওয়াস নামে এই অভিযানে পেট্রোব্রাস এর সঙ্গে দুর্নীতি ও মানি জালিয়াতির অভিযোগে লুলার বাড়িতে শুক্রবার অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চলা এই মামলার তদন্তে এখন পর্যন্ত ১২ জনের মতো নির্বাহী কর্মকতা ও রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। যাদের বিরুদ্ধে পেট্রোব্রাসের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here