ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী সংখ্যা কমিয়ে দেয়া হবে বলে ইসির সিদ্ধান্তের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেছেন, আওয়ামী সন্ত্রাসীরা যাতে নির্বিঘ্নে ভোট ডাকাতি করতে পারে সে জন্যই ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
‘ইউপি নির্বাচনে শেষ বুলেটটি থাকা পর্যন্ত এর ব্যবহার করতে হবে’ প্রশাসনের প্রতি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের এমন নির্দেশের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, এই বুলেটটি কার বুকে যাবে? বিএনপির বুকে, নাকি আওয়ামী ভোট ডাকাতদের বুকে?
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন তুলেন।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও বিএনপির নির্বাচনে আসার কারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনে গিয়ে তৃণমূলের নেতা-কর্মী ও বিশ্ববাসীকে দেখাতে চাই এই আওয়ামী লীগ কি ভয়ানক দল। আর তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলনের ডাক আসবে তাতে তৃণমূলের জনগণ স্বতঃস্ফুর্তভাবে ঝাপিয়ে পড়বে।