নওগাঁ সদর হাসপাতালের একটি সেফটি ট্যাঙ্কি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭টি গুলি ও ৭টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপূরে হাসপাতালের একটি সেফটি ট্যাঙ্কি খনন কররা সময় গ্রেনেড ও গুলিগুলো দেখতে পান সুইপাররা। পরে থানায় সংবাদ দিলে পুলিশ আড়াইটার দিকে তা উদ্ধার করে।
নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, পুলিশ ধারণা করছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এই গ্রেনেড ও গুলি ফেলে যায় ওই সেফটি ট্যাঙ্কিতে। আজ দুপুরে সেফটি ট্যাঙ্কিটি সংস্কার করতে গিয়ে সে গুলো পাওয়া যায়।