১৩ বছর অতিরিক্ত জেল খেটে মুক্ত হলেন আজ

0
0

৮ বছরের নিজ শিশু কন্যাকে বিস্কুটের সাথে বিষ খাইয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত সাতক্ষীরার জোবেদ আলী উচ্চ আদালতে আপিল করে খালাস পেয়েও ১৩ বছর বিনা কারনে কারাভোগ করলেন। আজ বুধবার দুপুরে সাতক্ষীরার একটি আদালতে শুনানি শেষে জোবেদ আলীকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে আটক থাকা সাতক্ষীরার কলারোয়ার কয়লা গ্রামের কৃষক জোবেদ আলীকে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে হাজির করা হয়। সেখানে শুনানি শেষে আদালত তাকে মুক্তির নির্দেশ দেন। পরে বিকাল ৫ টা ১০ মিনিটে তিনি সাতক্ষীরা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেন।
এসময় কারাগার থেকে বের হয়ে কৃষক জোবেদ আলী সাংবাদিকদের বলেন, আমি কাউকে দোষারোপ করবো না। মামলা থেকে খালাস পেয়েও উচ্চ আদালতের রায় কারাগাওে না পৌছানোর কারনে বিনা দোষে ১৩ বছর জেল খাটলাম। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের বিচার আল্লাহ’র উপর ছেড়ে দিলাম। 04

এদিকে, বিনা কারনে একজন বিচার প্রার্থীর ১৩ বছর কারাভোগের ঘটনা অত্যান্ত দু:খ জনক ও কষ্টের বিষয় উল্লেখ করে সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাড: ওসমান গনি তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
আদালত সুত্রে জানাযায়, ১৯৯৪ সালের ৫ সেপ্টেম্বর শ্বশুরবাড়ি তালার মানিকহার গ্রামে বেড়াতে এসে মেয়ে লিলিকে (৮) বিষ খাইয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হন জোবেদ আলী। তার শ্যালক কাশেম সরদার বাদী হয়ে তালা থানায় একটি মামলা করেন। পুলিশ এই মামলায় তার বিরুদ্ধে চার্জশীট দেয়। ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (দ্বিতীয়) ২০০১ সালের ১ মার্চ জোবেদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদন্ড দেন।
জোবেদ আলির আইনজীবি অ্যাড. জিল্লুর রহমান বলেন  ‘ উচ্চ আদালত তাকে খালাস দেন। কিন্তু তা নি¤œ আদালতে এলেও কার্যকর হয়নি’।

01 03 02
জোবেদ আলী জেলে আটক অবস্থায় এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। আপিলে ২০০৩ সালের ১৯ মার্চ তিনি খালাস পান। আদালতসূত্রে জানা গেছে, খালাস পাবার পর সংশ্লিষ্ট কাগজপত্র নি¤œ আদালতে পৌছালেও তা যথাযথভাবে কার্যকর না হওয়ায় জোবেদ আলী জেলে আটক থাকেন।
এদিকে একই জেলে থাকা অবস্থায় তার নিকটাত্মীয় আব্দুর রশিদের মাধ্যমে জোবেদ আলী তার ভাইয়ের কাছে তার আপিলের জন্য একটি চিঠি লেখেন। সে অনুযায়ী একজন আইনজীবিও নিয়োগ করা হয়। আপিলে তিনি খালাস পান।
সরকারি কৌশুল ্অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু  বলেন  শুনানি শেষে আদালত তাকে খালাসের নির্দেশ দিয়ে বলেছেন  অবহেলাকারীদের বিচার আল্লাহ করবেন।
আজ শুনানিতে সরকারপক্ষে অতিরিক্ত পিপি এ্যাড. ফাহিমুল ইসলাম এবং আসামীপক্ষে এ্যাড. জিল্লুর রহমান অংশগ্রহন করেন।
শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মোঃ আশরাফুল ইসলাম জোবেদ আলীকে কারাগার থেকে মুক্তির নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here