ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া গ্রামে মঙ্গলবার রাতে যৌতুকের দাবীতে বিবি জয়নব নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ,এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ বৎসর পূর্বে লন্ডনী পাড়া এলাকার কোরবান আলী বাড়ী মোশারফ হোসেনের ছেলের সাথে একই এলাকার আমির হোসেন মাঝির মেয়ে বিবি জয়নব প্রিয়া (২০) এর সাথে বিবাহ হয়। বিয়ের পর স্বামী প্রবাসী চলে গেলে শুশুর মোশারফ হোসেন শাশুড়ি মোহছেনা খাতুন, দেবর জুয়েল যৌতুকের দাবীতে প্রতিনিয়ত গৃহবধু প্রিয়ার উপর শারিরীক ও মানষিক নির্যাতন চালাতে থাকে। বিষয়টি প্রিয়া প্রবাসে অবস্থানরত তার স্বামীকে জানালেও স্বামী উল্টো পিতা-মাতার পক্ষ নিয়ে তাকে মোবাইল ফোনে মানষিক চাপ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। শুশুর পরিবারে নির্যাতনে অতিষ্ট হয়ে গৃহ বধু প্রিয়া তার বাবা বাড়ী থেকে বিভিন্ন সময় শুশুর বাড়ীর দাবী অনুযায়ী টাকা পয়সা ও বিভিন্ন জিনিসপত্র এনে দিলেও নির্যাতনের মাত্রা কমতো না। এক পর্যায়ে প্রিয়া নির্যাতন সইতে না পেরে স্বামী সংসার ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নিলে সামাজিক বৈঠকে তা সমাধান করা হয়। শুশুর পরিবারের যৌতুকের দাবীর বিষয়টি সমাজ প্রতি দেরকে জানানো কারনে রীতিমতো তার উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। স্বামীও নির্যাতন সম্পর্কে কোন প্রকার সমাধান না দিয়ে উল্টো মানষিক চাপ প্রয়োগ করতে থাকে। অবশেষে গত কিছুদিন পূর্বে গৃহবধু প্রিয়ার স্বামী ইসমাইল হোসেন প্রকাশ মিয়াধন প্রবাস থেকে দেশে ফিরে এসে পিতা-মাতার কথা মতো একই কায়দায় প্রিয়ার উপর অত্যাচার-নির্যাতন চালাতে থাকে। গত রবিবার প্রিয়া নির্যাতনে অতিষ্ট হয়ে বাবার বাড়ী গিয়ে স্বামীর পরিবারের দাবীকৃত যৌতুক না দিলে তারা তাকে মেরে ফেলবে বলে জানিয়ে আসে। গত সোমবার সকালে স্বামী নিজ হাতে প্রিয়াকে বেধম পিটিয়ে আহত করে। বিকেলে পূনরায় স্বামী, শুশুর, শাশুড়ী ও দেবর মিলে প্রিয়াকে হাত পা বেধে নির্যাতন করে ঘরের ভিতরে বেধে রাখে।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় স্বামী ও তার পরিবারের সদস্যরা মিলে গৃহবধু প্রিয়াকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করা কিংবা বিষয়টিকে আত্মহত্যা নাটক সাজানোর জন্য পাশের আবুল বশরের নতুন বাড়ীর পুকুর পাড়ে ছোট্ট একটি গাছের সাথে গলায় ওড়না পিচিয়ে জুলিয়ে রেখে স্ব-পরিবারে পালিয়ে যায়। রাতে হঠাৎ করে ঐ বাড়ী লোকজন প্রিয়াকে গাছের সাথে বাধা অবস্থায় দেখে আত্মীয় স্বজনদেরকে জানালে তারা দ্রুত প্রিয়াকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সালেহ উদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার এসআই রমজান আলী ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরন করে।নিহতের মাতা রোকেয়া বেগম জানান আমার মেয়েকে তার স্বামী ও শুশুর শাশুড়িরা যৌতুকের জন্য পিটিয়ে ও শ্বাসরোধ হত্যা করেছে। আমি তাদের ফাঁসি দাবি করছি।
উপস্থিত এলাকার লোকজন জানান যৌতুকের জন্য যারা গৃহ বধু প্রিয়াকে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই। এঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে স্বামী ইসমাইল হোসেন মিয়াধন (৩০) শুশুর মোশারফ হোসেন (৫০)শাশুড়ি মোহছেনা খাতুন (৪৮), দেবর জুয়েল (২০) সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।মৃত্যুকালে গৃহবধু প্রিয়া তার ওরশের ২বৎসর বয়সের একটি মেয়ে রেখে যান। প্রিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাগাজী মডেল থানার ইনচার্জ মো: হুমায়ুন কবির জানান, আসামীদেরকে গ্রেফতারের পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।