মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৃহস্পতিবার আদালতে যাবেন কি না- সে বিষয়ে বুধবার রাতে সিদ্ধান্ত জানা যাবে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, ‘আগামীকাল এই মামলায় তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে যাবেন কি না- সে বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত হবে।’
একইদিন ৩ নম্বর বিশেষ জজ আদালতে জিয়া দাতব্য ও এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন আদালতে যাচ্ছেন না বলে জানান এ আইনজীবী। ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে মামলা দুটির সাক্ষ্যগ্রহণ চলছে।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে. আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’
ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে গত ২৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে খালেদার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদি। বক্তব্যের ব্যাখ্যা দিতে ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার বিএনপি চেয়ারপারসনকে ৩ মার্চ আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।