জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে প্রত্যেকের মুখে এখন তালা দিয়ে দেয়া হয়েছে। কেনো বক্তব্য সরকারের বিরুদ্ধে গেলেই তাকে রাজাকার বলা হচ্ছে। দেয়া হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা।
২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বুধবার বিকেল তিনটায় ২রা মার্চ উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে।
আব্দুর রব আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতেই যায়নি। আর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারেনি। তিনি বলেন, এই নির্বাচন কমশিনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। এখন ভোট থাকলেও পরাজিত হতে হয়। আবার ভোট না থাকলেও জয়ী হওয়া যায়।
২রা মার্চ পতাকা উত্তোলন উদযাপন পরিষদের আহ্বায়ক গীতিকবি শহীদল্লাহ ফরায়জীর সভাপতিত্বে শহীদ উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, জেএসডি সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, মাওলানা এ.টি.এম হেমায়েত উদ্দিন, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।