ফুলগাজীর সব ইউপিতে ভোট বন্ধ

0
0
1ফেনীর ফুলগাজী উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিনে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
মনোনয়নপত্র জমা দেয়াকে কেন্দ্র করে নির্বাচনী কার্যালয় ভাঙচুর এবং প্রভাব খাটানোর অভিযোগে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ভোট হওয়ার কথা ছিল ফুলগাজীর ছয়টি ইউপিতে। বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় ফুলগাজী উপজেলার সব ইউপির ভোট বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সেই সঙ্গে পরশুরাম উপজেলার তিন ইউপিতে মনোনয়নপত্র জমার সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়া নিয়ে নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here