জিতলেই ফাইনাল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১২৯ রান তুলেছে। বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৩০ রান।
শুরুতেই খুররাম মঞ্জুরকে ফেরান আল-আমিন।আউট হওয়ার আগে ৭ বলে ১ রান করেন খুররাম। এদিকে শারজিল খান ৮ বলে ১০ রান করে আউট হন। শারজিল খানকে বোল্ড করেন আরাফাত সানি।মোহাম্মদ হাফিজকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক মাশরাফি। তার আগে মোহাম্মদ হাফিজ ১১ বলে ২ রান করেন। উমর আকমলকে আউট করেন তাসকিন। তার আগে তিনি ১১ বলে ৪ রান করেন। শোয়েব মালিক আউট হওয়ার আগে ৩০ বলে ৪১ রান করেন। তাকে আউট করেন আরাফাত সানি। শূন্য রানে আউট হন অধিনায়ক আফ্রিদি। দলের পক্ষে সব চেয়ে বেশি রান করেন সরফরাজ আহমেদ। তিনি ৪২ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।