ইউপি নির্বাচন সুষ্ঠু না হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে : এরশাদ

0
0
1জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ বলেছেন, সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। আসন্ন ইউপি নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।  ইউপি নির্বাচন সুষ্ঠু না হলে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হবে। মানুষের কাছে সরকারের আস্থা কমবে।
বুধবার বিকেল চারটায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চবিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, যুগ্ম মহাসচিব দিলারা খন্দকার,  জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শামীম হায়দার পাটোয়ারি, সাঘাটা উপজেলা চেয়ারম্যান গোলাম শহীদ রঞ্জু প্রমুখ।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, প্রধানমন্ত্রী কেবল জাতীয় সংসদে বক্তব্য দেন শিশু হত্যা ঘৃন্য কাজ। কিন্তু তিনি সংসদে বক্তব্য দিয়েই দায়িত্ব এড়াতে পারেন না। সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। কিন্তু সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না। প্রায় প্রতিদিন শিশু হত্যার ঘটনা ঘটছে। কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় বেকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে।
এরশাদ আরো বলেন, সাধারণ মানুষ নিরাপত্তা চায়। কিন্তু বাংলাদেশে জাতীয় পার্টির সরকার ছাড়া কোন সরকার নিরাপত্তা দিতে পারবে না। গাইবান্ধার পাঁচটি আসনেই জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। এখন একটিতেও নেই। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার, উপজেলা ব্যবস্থা ও পাঁচ হাজার ইউনিয়নের প্রতিটিতে একটি করে গুচ্ছগ্রাম নির্মাণ করা হবে।
সম্মেলন শেষে জাপা চেয়ারম্যান এরশাদ জাতীয় পার্টির জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে বর্তমান জেলা জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক রাগিব হাসান চৌধুরী হাবুল পূন:রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here