সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় কোরবান আলী (৪২) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কোরবান আলী কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাপপুর শায়েস্তাবাদ স্কুলের কাছে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আলীসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালেক গত বছর মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় বিএনপি নেতা কোরবান আলী দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগদান করেন। দলের তৃণমুল নেতাকর্মীর মতামত উপেক্ষা করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদে তাকে অনেকটা উপজেলা আ. লীগ থেকে জোরপূর্বক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়। এর কিছুদিন যেতে না যেতেই তার পদও স্থায়ী করা হয়। এসব নিয়ে কায়েমপুর গ্রামের তৃণমূল নেতাকর্মীর সাথে দ্বন্দ্ব ও কোন্দল দানা বাঁধতে শুরু করে। এদিকে আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জিয়াউল ইসলাম ঝুনুকে কোরবান আলী সমর্থন দেন। অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান আলী নিজেও আগামীতে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে পোষণ করে দলের সমর্থন পাবার প্রক্রিয়া করছেন। এসব বিষয় নিয়ে গত কয়েকদিন থেকে দ্বন্দ্ব চরমে রয়েছে। আর এসব দলীয় কোন্দ্বল ও ইউপি চেয়ারম্যানের সমর্থন নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ ও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শাহজাদপুর থানার পরিদর্শক মুনির হোসেন জানান, সোমবার রাতে স্থানীয় কাশিনাথপুর বাজার থেকে সড়াতৈল নিজ বাড়ি ফেরার পথে সরাপপুর শায়েস্তাবাদ স্কুলের পাশে তাকে উপুর্যপুরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেই পালিয়ে যায় এলে দুর্বত্তরা। খবর পেয়ে রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে থানার হেফাজতে আনা হয়। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কোরবানের বড় ভাই মাজন আলী বাদী হয়ে কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসান আলীসহ ৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
শাহজাদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে বিভিন্ন স্থানে সোর্স লাগানো হয়েছে বলে জানান তিনি।