পাকিস্তানে খেলতে যাবে বাংলাদেশ!

0
0
1প্রায় সাত বছর ধরে পাকিস্তানে বড় কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। যদিও কিছুদিন আগেই সফর করেছিল জিম্বায়ুয়ে। অভিযোগ আছে সেজন্য বড় অঙ্কের টাকা গুণতে হয়েছিল পিসিবিকে। কিছুদিন আগে বাংলাদেশও নারী ক্রিকেট দলকে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে পাঠায়। দুটি সিরিজই নিরাপদে শেষ হলেও পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা সন্তোষজনক নয়।
২০০৯ সালে লাহোরের লিবার্টি চত্বরের কাছে শ্রীলঙ্কার টিম বাসে সশস্ত্র জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রে পাকিস্তানকে একরকম ‘একঘরে’ করেই রাখা হয়েছে।
তবে বাংলাদেশ ক্রিকেট দলও নাকি পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে! এমনটাই দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল খুব তাড়াতাড়িই পাকিস্তানের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে দেশটিতে সফরে যাবে।
পরে পিসিবির একটি সূত্রের উল্লেখ করে পাক গণমাধ্যম আরো দাবি করেছে, পিসিবি চেয়ারম্যান ইতোমধ্যে বিসিবি’র সঙ্গে পাকিস্তান সফরের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে।
একই সময়ে শাহরিয়ার খান পাকিস্তান দলের ব্যাটিং পারফরমেন্স নিয়েও মন্তব্য করেছেন। তিনি শহীদ আফ্রিদির দলের প্রদর্শনীতে হতাশাই ব্যক্ত করেছেন। যদিও সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে পাকরা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে ৫ উইকেটের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খুব শিগগিরই বাংলাদেশ দলের তাদের দেশে খেলতে যাওয়ার আশাবাদ প্রকাশ করলেও বিসিবি’র পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো কিছু জানানো হয়নি।
নিরাপত্তা ইস্যুতে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে প্রথমে রাজি ছিল না পাকিস্তান। তবে নানা নাটকীয়তা শেষে ভারতে দল পাঠাতে পিসিবিকে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তান সরকার। তবে সেখানে পাকিস্তান দলের নিরাপত্তার সকল দায়দায়িত্ব ভারত সরকারের বলে জানালেন শাহরিয়ার খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here