পাকিস্তানে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগ বাতিল, নতুন সঙ্কট

0
0

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সরদার উসমান বুজদারের পদত্যাগ বাতিল করা হয়েছে। শনিবার পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এন নেতা হামজা শাহবাজের শপথ নেয়ার কিছুক্ষণ আগে উসমান বুজদারের পদত্যাগ বাতিল করেন ওই প্রদেশের গভর্নর উমর চিমা। এর ফলে উসমান বুজদার আবার পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ফিরে যাবেন। এ কারণে একটি নতুন সাংবিধানিক সঙ্কটের সূচনা হয়েছে।

সরদার উসমান বুজদারের পদত্যাগ বাতিল করার পরই পাঞ্জাব প্রদেশের প্রধান নির্বাহী এখানকার প্রাদেশিক পার্লামেন্টে মন্ত্রী পর্যায়ের বৈঠক ডাকেন।

পাকিস্তান পাঞ্জাবের গভর্নর উমর চিমা এ বিষয়ে একটি চিঠি লিখেছেন ওই প্রদেশের স্পিকার চৌধুরী পারভেজ এলাহির কাছে। ওই চিঠিতে তিনি বলেন, কিছু সাংবিধানিক অস্পষ্টতার কারণে পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সরদার উসমান বুজদারের পদত্যাগ বাতিল করা হয়েছে।

নতুন এ সাংবিধানিক সঙ্কটের মধ্যেই পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পিএমএল-এন নেতা হামজা শাহবাজ শপথ নিয়েছেন। এদিকে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী সরদার উসমান বুজদার এ সময় প্রাদেশিক পার্লামেন্টে কেবিনেট বৈঠকের আয়োজন করেছেন।

এ বিষয়ে পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সরদার উসমান বুজদার বলেন, পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের ওই কেবিনেট বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। তিনি সকল সাংবিধানিক বিষয়গুলো নিয়ে তার আইনজীবীদের সাথে বৈঠক করবেন। বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here