গোটা ফিলিস্তিন আজ প্রতিরোধ আন্দোলনের উন্মুক্ত ক্ষেত্র পরিণত হয়েছে মন্তব্য করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইহুদিবাদী শত্রুদের সঙ্গে সব আপোষ প্রক্রিয়া ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
রমজান মাসের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করে খামেনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলনের জন্য উজ্জ্বল ভবিষ্যত এবং ইহুদিবাদী ইসরাইল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার জন্য চরম দুর্দিন অপেক্ষা করছে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, একমাত্র প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে মুসলিম বিশ্বের সব সমস্যা বিশেষ করে ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যতদিন আল-আকসা মসজিদ ও আল-কুদস দখলদার ইসরাইলের জবরদখলে রয়েছে ততদিন মুসলমানদের জন্য প্রতিদিনই বিশ্ব কুদস দিবস।
তিনি ফিলিস্তিনি যুবকদের আত্মোৎসর্গকামী অভিযানগুলোর প্রশংসা করে বলেন, বর্তমানে ফিলিস্তিনি জনগণের ‘অপ্রতিরোধ্য মনোভাব’ ইহুদিবাদী ইসরাইলের ‘অপ্রতিরোধ্য সেনাবাহিনী’র স্থান দখল করেছে এবং ইসরাইলি বাহিনীকে আক্রমণাত্মক ভূমিকা থেকে রক্ষণাত্মক ভূমিকায় চলে যেতে বাধ্য করেছে।
প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানের ধর্মীয় নেতা ইমাম খোমেনি ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করার লক্ষ্যে রমজানের শেষ শুক্রবারকে ‘আল-কুদস দিবস’ হিসেবে ঘোষণা করেন। সে থেকে প্রতিবছর এ দিন আল-কুদস দিবস পালন করা হচ্ছে। গতকাল বিশ্বের বিভিন্ন দেশে আল কুদস দিবসের বিক্ষোভে অংশ নেন মুসলমানরা।