ইলন মাস্ককে রেস্টুরেন্ট কেনার প্রস্তাব ভারতীয় ক্রিকেটারের

0
77
সম্প্রতি টুইটার কেনার পর ইলন মাস্ক টুইট করে ঘোষণা দিয়েছেন কোকাকোলা কিনবেন। তার আগে ম্যাকডোনাল্ড কেনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

এবার মাস্ককে একটি রেস্টুরেন্ট কেনার প্রস্তাব দিয়েছেন ভারতয়ি এক ক্রিকেটার। গুজরাট টাইটানস ওপেনার শুবমান গিল এক টুইটে এই অনুরোধ করেন।

প্রতিষ্ঠানটির নাম ‘সুইগি’- অনলাইনে খাবার সরবরাহের অর্ডার নেয় তারা। বেঙ্গালুরুকেন্দ্রিক প্রতিষ্ঠানটি এরই মধ্যে ভারতের ন্যূনতম ৫০০ শহরে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ২০১৪ সালে যাত্রা শুরু করা সুইগি কেনার জন্যই মাস্ককে অনুরোধ করেছেন গুজরাট তারকা। কারণ, সময়মতো খাবার সরবরাহ করতে পারে না সুইগি।

শুবমান গিলের বিশ্বাস, ইলন মাস্ক সুইগি কিনলে তাদের কার্যক্রমে গতি বাড়বে।

ভারতের হয়ে ১০ টেস্ট ও ৩ ওয়ানডে খেলা শুবমান কাল টুইট করেন, ‘ইলন মাস্ক, দয়া করে সুইগি কিনুন, যেন তারা সময়মতো খাবার সরবরাহ করতে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here