হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার এক চোরাকারবারিকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করেছে।
পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা জানান, আটক ব্যক্তির নাম তৌফিক বিন রেজা। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দফাদারপুর গ্রামের মৃত রেজাউল করিম খানের ছেলে।
কর্মকর্তারা জানান, তার হেফাজত থেকে স্বর্ণবারসহ সাত কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৬০০ গ্রাম স্বর্ণ, ২৭৪টি আইফোন সেট এবং অন্যান্য দামী ব্যান্ডের ৩৫৩টি মোবাইল ফোনসেটসহ বিভিন্ন পণ্য। আটক তৌফিক আন্তর্জাতিক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কাস্টমস কর্মকর্তারা আরও জানান, তার পাসপোর্ট তল্লাশি করে মধ্যপ্রাচ্য ও দুবাইসহ বিভিন্ন দেশে যাতায়াতের রেকর্ড দেখা গেছে। প্রায়ই বিমানবন্দর কাস্টমস কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে স্বর্ণসহ কোটি কোটি টাকার অবৈধ পণ্যের চালান পার করেন তিনি। এ চক্রটির সঙ্গে সংশ্লিষ্ট এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী জড়িত বলে অভিযোগ রয়েছে। এ কারণে বিমানবন্দরে এতদিন অবৈধ পণ্য নিয়ে ধরা পড়েননি তিনি।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিপ টিমের ডেপুটি কমিশনার মো. সানোয়ারুল কবীর বলেন, গতকাল বৃহস্পতিবার দুবাই থেকে এটিরেটস এয়ারলরাইন্সের একটি ইকে-৫৮৫ নম্বর ফ্লাইটে ৭টি লাগেজ ভর্তি অবৈধ এসব পণ্য নিয়ে গভীর রাতে বিমানবন্দরে অবতরণ করেন তৌফিক। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর বোর্ডিংব্রিজ এলাকায় তাকে চ্যালেঞ্জ করেন ঢাকা কাস্টমস হাউজ প্রিভেনটিপ কর্মকর্তারা। ওই এয়ারলাইন্সে বুকিং দেওয়া বিমানবন্দর কনভেয়ার বেল্ট থেকে তার লাগেজ সংগ্রহ করার পর তল্লাশি করে তা থেকে জব্দ করা হয় স্বর্ণবার, দামী ব্যান্ডের মোবাইল ফোনসেটসহ বিভিন্ন অবৈধ পণ্য।
পুলিশ জানায়, মামলা তদন্তে এই পেশাদার চোরাচালান চক্রের সঙ্গে বিমানবন্দরের অন্য কোনো সদস্যর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।