ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জ মহাসড়কে ৬০০ পুলিশ

0
0

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে উত্তরবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। তাদের এই যাত্রা নির্বিঘ্ন করতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ অংশের ৯৭ কিলোমিটার মহাসড়কের ৩০টি পয়েন্টে ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে তিনগুণ। এ বিষয় বিবেচনা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, দিনরাত আমাদের টহল পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। আশা করছি এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ঘুরে দেখা যায়, কয়েক দিনের তুলনায় শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ দ্বিগুণ বেড়েছে। কোথাও কোথাও যানবাহনের দীর্ঘ সারি, আবার কোথাও কোথাও থেমে থেমে যানজট। তবে যানজট এড়াতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে।

ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রী শহিদুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরছি। অন্য বছরের চেয়ে এবার যানজট একটু কম। একটু পরপর সড়কে পুলিশ ডিউটি করছে। অতিরিক্ত পুলিশ থাকায় যানবাহন চালকেরা সড়কে সুশৃঙ্খলভাবে চলাচল করছে।

এস আই পরিবহনের যাত্রী নীরব বলেন, যমুনা সেতুর পূর্ব পাড় থেকে সিরাজগঞ্জ রোড গোল চত্বর সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সব ধরনের যানবাহন সুন্দরভাবে চলাচল করছে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গের যাত্রীদের গাড়ির প্রচুর চাপ রয়েছে। তবে নলকা মোড় হাটিকুমরুল এলাকায় এখনো যানজটের সৃষ্টি হয়নি। তবে পাঁচলিয়া এলাকায় একটি ছোট দুর্ঘটনার কারণে সকালে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি ছিল। এখন স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান সালেক বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে চান্দাইকোনাসহ ৯৭ কিলোমিটার মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ পালাক্রমে ডিউটি পালন করছে। এছাড়াও ট্রাফিক পুলিশ মোটরসাইকেল ও পিকআপ নিয়ে ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here