নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয়া ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেপ্তার

0
0

নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের ৫ ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংঘর্ষের ঘটনায় তারা নিহত নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।

কে এম হাফিজ আক্তার বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছি। নাহিদ হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ ছাত্রকে আমরা গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল কাইয়ূম (২৪) অনার্স চতুর্থ বর্ষ, পলাশ মিয়া (২৪) শেষ বর্ষ, মাহমুদ ইরফান (২৪) অনার্স চতুর্থ বর্ষ, মো. ফয়সাল ইসলাম (২৪), ও জুনায়েদ বুগদাদী (১৯), প্রথম বর্ষ।

ডিবি প্রধান জানান, গ্রেপ্তারকৃতরা নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল। তারা সবাই ঢাকা কলেজের ছাত্র।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিএমপির ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম বিশেষ সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  নাহিদ হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ঘটনার সময় পরিধেয় জামা-কাপড় ও হেলমেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের কয়েক শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় নাহিদ হাসানসহ দুজন নিহত হন। সদ্য বিবাহিত নাহিদ পেশায় ছিলেন একটি কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here